Bashundhara group job circular 2020

Spread the love

Bashundhara group | বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে বসুন্ধরা গ্রুপ-এর অঙ্গ প্রতিষ্ঠান, বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইন্ডাষ্ট্রিজ লি: এর মেঘনাঘাট প্ল্যান্ট এর জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু দক্ষ জনবল নিয়োগ করা হবে।

০১। পাইপ ফিটার- ০৫টি
০২। মিক্সার ট্রাক অপারেটর – ০১টি
০৩। কংক্রিট পাম্প অপারেটর – ০১টি
০৪। পে লোডার অপারেটর – ০১টি
০৫। প্ল্যান্ট অপারেটর -০১টি
০৬। ল্যাব টেকনিশিয়ান -০১টি
০৭। সিভিল অটো ইলেক্ট্রিশিয়ান-০১টি

আরও পড়ুন >> বাকী এবং কিস্তিতে ক্রয়-বিক্রয় ইসলামে জায়েজ কিনা?

০৮। মেকানিক্স -০১টি
০৯। মেকানিক হেল্পার -০২টি
১০। ওয়েল্ডার -০১টি
১১। ভাইব্রেটর মোটর অপারেটর -০২টি
১২। মিক্সার এম/সি অপারেটর -০১টি
১৩। মেসন-০১টি

Bashundhara group

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণী পাস /ন্যূনতম পঞ্চম শ্রেণী পাস
অভিজ্ঞতা: প্রতিটি পদের জন্য পাশে অভিজ্ঞতা দেওয়া আছে।
বয়সসীমা: ১৮-৪০ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
বেতন: আলোচনা স্বাপেক্ষে।

More Product >> Apple 10.2-inch iPad 2023 Space Grey

শর্তাবলী: আগ্রহী ও যোগ্য প্রার্থীগণকে সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি, জীবন-বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সহ আবেদনপত্র (খামের উপরে পদবি উল্লেখ সহ) আগামী ১৯/০৩/২০২০ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স-২, প্লট # ৫৬/এ, ব্লক # সি, উম্মে কুলসুম রোড,
বসুন্ধরা আ/এ, ঢাকা – ১২২৯।

Google Newsবিস্তারিত জানতে Google News অনুসরণ করুন

Loading spinner

Check Also

এইচ এস সি পাসেই চাকরি

এইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা

Spread the loveএইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা। উক্ত সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *