নিঃশ্বাসেতে ধরণী গ্রহণ, না থাকিলে ত্যাগ
ক্ষুদ্র যদিও দেহটা হয়, বৃহৎ রয় আবেগ।
নিকট জনের থাকে সদাই প্রতিশ্রুতি ও আশ্বাস
জন্মান্তরে সার্থকতা একটি সঠিক সিদ্ধান্ত
ক্রমে ক্রমে বড় হলে, কমতে থাকে বিশ্বাস
ত্রুটি সিক্ত যদি তা হয়, দুঃখ রয় অনন্ত
ভুল-শুদ্ধ শিখার ছলে, হাজার রকম ক্ষুব্ধ
সফলতার শিরোধার্য উপার্জন করা খাদ্য,
যাতনা বিচ্ছেদ প্রকট আজ, লালিত স্বপ্নের সমাহার
গহীন অরণ্যে বাস পাই না সঠিক আহার।