বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ
বিজিবি সদর দপ্তর, পিলখানা গেইট # ৩, লালবাগ-১২০৫, মেট্রোপলিটন দক্ষিণ, ঢাকা। স্মারক নং-বিএমএআরপিসি/২৪৬/২০২০
তারিখ : ০৯/০২/২০২০ নিয়োগ বিজ্ঞপ্তি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে নিম্নোক্ত পদসমূহে নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে :
১। পদের নাম: প্রভাষক।
পদ সংখ্যা: ইংরেজী ০২জন।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর।
অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: স্কুল ও কলেজে পাঠদানে অভিজ্ঞদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে।
প্রারম্ভিক বেতন স্কেল: (গ্রেড-০৯)২২০০০-৫৩০৬০ টাকা।
২। পদের নাম: শিক্ষা মনোবিজ্ঞান।
পদ সংখ্যা: ০১জন।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর।
অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা: শিশু-কিশোরদের শিক্ষার্থীদের মনোজাগতিক বিকাশ, বয়ঃসন্ধিকালীনও: স্কুল ও কলেজে পাঠদানে অভিজ্ঞদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে।
প্রারম্ভিক বেতন স্কেল: (গ্রেড-০৯)২২০০০-৫৩০৬০ টাকা।
৩। পদের নাম: সিনিয়র শিক্ষক(ইংরেজী ভার্সন)
পদ সংখ্যা: ০৩জন।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ও বিএড/স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা: ইংরেজি ভার্সনে পাঠদানে পারদর্শী ও অভিজ্ঞতা আবশ্যকীয়।
প্রারম্ভিক বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬০০০-৩৮৬৪০টাকা।
৪। পদের নাম: সিনিয়র শিক্ষক(বাংলা ভার্সন)
পদ সংখ্যা: ০৫জন।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ও বিএড/স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা: স্কুল ও কলেজে পাঠদানে পারদর্শী ও অভিজ্ঞতা আবশ্যকীয়।
প্রারম্ভিক বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬০০০-৩৮৬৪০টাকা।
আরও পড়ুন >> ভয়াবহ ৬০টি কবীরা গুনাহ ।। প্রচলিত কিছু কবীরা গুনাহ
আরও পড়ুন>> সোনালী ব্যাংক এর আমানত স্কিমের নাম ও সুবিধা সমুহ
শর্তাবলী:
১। সকল পদের লিখিত পরীক্ষা আগামী ২১/০৩/২০২০ তারিখ অনুষ্ঠিত হবে।
২। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রমানুসারে নির্বাচন করতঃ ডেমোনেসট্রেশন/ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষার জন্য এসএমএস (SMS) ও ওয়েব সাইটের মাধ্যমে জানানো হবে এবং সকল প্রক্রিয়া সম্পন্নপূর্বক নিয়োগের জন্য পর্ষদের মাধ্যমে নির্বাচন করা হবে।
৩। নিয়োগকৃত ব্যক্তিদের বেতনভাতা প্রতিষ্ঠানের তহবিল থেকে বহন করা হবে। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বাড়ী ভাড়া, উৎসাহ ভাতা, অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে।
৪। আবেদনের নিয়মাবলী : * অনলাইনে আবেদন করা ও বিস্তারিত জানার জন্য www.abdurroufcollege.ac.bd এ ভিজিট করুন। * হেল্পডেক্স নং০১৭৯১৩৫০২৬৮, ০২-৫৮৬১৬৪৪৮, ০১৫৩১৩৯৯৫৪৮। * সকল পদে ২১/০২/২০২০ হতে ১৮/০৩/২০২০ পর্যন্ত আবেদন করা যাবে। * সকল পদের জন্য | ৬০০/- টাকা এবং অনলাইন সার্ভিস চার্জ বাবদ ৩০/- টাকা পরিশোধ করতে হবে। অধ্যক্ষ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা।