ডাক এক্সপ্রেস – ডিজিটাল কুরিয়ার সার্ভিস নিয়োগ

Spread the love

এক্সপ্রেস সকলের জন্য সঠিক সেবা “ডাক এক্সপ্রেস” একটি যুগোপযোগী, ডিজিটাল কুরিয়ার সার্ভিস কোম্পানি। সকলের জন্য সঠিক সেবা এই প্রত্যয় নিয়ে ডাক এক্সপ্রেস যাত্রা শুরু করেছে। ডাক এক্সপ্রেস, আপনার পণ্য অতিযত্নে, সঠিক মূল্যে, নির্দিষ্ট সময়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিবে। ডাক এক্সপ্রেস, তার পরিসেবা বৃদ্ধির লক্ষ্যে দেশ ব্যাপি ডিস্ট্রিবিউটর/এজেন্ট এবং বিভিন্ন পদে নিয়োগ দেয়া হবে।

১। পদের নাম: মার্কেটিংএক্সিকিউটিভ -০৫জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
বয়স : ২২-৩০ বছর
অভিজ্ঞতা: কুরিয়ার সার্ভিস মার্কেটিং এ ২/৩ বছরেরে বাস্তব অভিজ্ঞতা।

২। পদের নাম: কুরিয়ার সার্ভিস রিপ্রেজেনটেটিভ সাইকেলরাইডার -৩০জন
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি
অভিজ্ঞতা: সাইকেল চালনা ২/৩ বছরেরে বাস্তব অভিজ্ঞতা ও ডেলিভারি।
বয়স :১৮-৩০বছর

৩। পদের নাম: ড্রাইভার -০৭জন
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি
অভিজ্ঞতা: পিকআপ/হালকা যান চালানোর ৫/৬ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বয়স :২৫-৫০বছর

৪। পদের নাম: গার্ড কাজে -৩ জন
শিক্ষাগত যোগ্যতা: পিএসসি
অভিজ্ঞতা: গার্ডহিসাবে ১/২ বছরের বাস্তব।
বয়স :২৫-৫০বছর
২৫-৫০বছর ০৪

আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে

ডাক এক্সপ্রেস

আগামী ১৫/০৩/২০২০এর মধ্যে যোগাযোগ করুন : মোবাইল: ০১৮৮৮০৫৬০৫২, E-mail : hr.dakexpress@gmail.com, ঠিকানা : আল-রাজিকমপ্লেক্স (এপার্টমেন্ট: ৩০৪, ৪তলা) ১৬৬-১৬৭, বিজয়নগর, ঢাকা-১০০০, সমগ্র বাংলাদেশে ডিস্ট্রিবিউটর/ এজেন্ট নিয়োগ চলছে, আগ্রহী প্রার্থীগনদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *