ত্রিশ লক্ষ শহীদের ত’রে
কবি- আশিকুজ্জামান জুয়েল
বাংলার ঘরে ঘরে
সকলি সশ্রদ্ধে স্ম’রে
ত্রিশ লক্ষ তাজা প্রাণ
দিলে তোমরা অকাতরে।
মাতৃভাষার ত’রে
একাত্তরের ত’রে
তোমাদের এই প্রতিদান
স্বাধীনতার ত’রে।
তোমরা শহীদ পুত ও পবিত্র
তোমরা যে অনন্য
দেশকে দিয়েছ স্বাধীনতা
আমরা যে তাই ধন্য।
তোমাদের বক্ষের তাজা রক্ত
আজো দেখিতে পাই
তোমাদের রক্তের প্রতিদান
গড়ার শক্তি জোগায়।
তোমাদের ত্যাগের বিনিময়ে
তোমরা মুক্তিযোদ্ধা
সমৃদ্ধ এক দেশ গড়ে
আমরাও হব দেশযোদ্ধা ।।
রচনাকাল: ১০ নভেম্বর ২০১৪ইং
আমার প্রাণের বাংলা
কবি- আশিকুজ্জামান জুয়েল
উদার আকাশ
গোধুলী লগ্ন
উন্মুক্ত নদীর তীর
এই বাংলায় আমার নীড়।
আকাশের রক্তিম রঙ
নদীর পানিকে করে রংগীন
বাংলা ছাড়া আমার জীবন
পুরোই অর্থহীন।
রক্তিম আকাশ
দিগন্তে ছড়ায় রঙ
পুরো বাংলার আনাচে কানাচে
সেজে থাকি আমি সঙ।
অস্তগামী সুর্যের
লাল টিপ কপালে পরে
আমি বিলীন হতে চাই
আমার প্রাণ প্রিয় বাংলায় চিরতরে।
রচনাকাল: ৯ নভেম্বর ২০১৪ইং