১। পদের নাম সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ।
শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর/সমমান।
অভিজ্ঞতা: ঋণ কর্মসূচিতে কমপক্ষে ৪টি শাখা পরিচালনায় ১ বছরের অভিজ্ঞতাসহ ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ সর্বোচ্চ ৪০বছর।
বেতনঃ শিক্ষানবিশকালে-২৮,০০০+৪,৫০০ এবং স্থায়ীকরণের পর-৩০,৬০০+৪,৫০০টাকা
২। পদের নাম: সিনিয়র অডিট অফিসার।
শিক্ষাগত যোগ্যতা: বানিজ্যে স্নাতক/স্নাতকোত্তর।
অভিজ্ঞতাঃ সংস্থার বিভিন্ন জেলায় অবস্থিত শাখা ও প্রকল্প অফিসে অবস্থান করে প্রতি মাসে ৩-৪ টি শাখা নিরীক্ষা কাজ সম্পাদন করতে হবে এবংনিরীক্ষা প্রতিবেদন তৈরী করতে হবে। এনজিও/ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ১-২ বছর সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন ভাতাঃ শিক্ষানবিশকাল- ২৪,৭০০+৩০০ এবং স্থায়ীকরণের পর- ২৮,৪৫০/-টাকা
৩। পদের নাম: শাখা ব্যবস্থাপক
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/সমমান।
অভিজ্ঞতাঃ ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা।
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর।
বেতনঃ শিক্ষানবিশকাল- ২৯,৩০০/এবং স্থায়ীকরণের পর ৩১,৫৫০টাকা
৪। পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/সমমান।
অভিজ্ঞতাঃ ঋণ কর্মসূচিতে হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর।
বেতনঃ শিক্ষানবিশকালে- ২২,১০০/- এবং স্থায়ীকরণের পর- ২৪,০০০টাকা।
আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে
অন্যান্য শর্তাবলীঃ
সকল পদের জন্য শিক্ষানবিশকাল ৬ মাস। সকল পদের প্রার্থীদেরকে “পিস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেন (পপি)” একাউন্ট নম্বরঃ-৪৪১৬৪৩৬০০০৯৪৬ (সানালী ব্যাংক লিঃ, লালমাটিয়া শাখা) অনুকূলে সোনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে ২০০/- টাকা অনলাইনে জমা করে জমা রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র আগামী ০৫/০৩/২০১০ইং তারিখের মধ্যে উপ-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপস ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে।
web: www.popibd.org
আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম