সোসাইটি ফর সোশাল সার্ভিস(এস এস এস)-এ জরুরী ভিত্তিতে বিশাল জনবল নিয়োগ করবে।
অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। সংস্থার ঋণ কর্মসূচিতে পেশা গঠনে আগ্রহীদের
নিয়োগ পেতে নিম্নোক্ত পদে আবেদন গ্রহন করা হচ্ছে।
আবেদন করার শেষ তারিখঃ ১৫ মার্চ ২০২০
১।পদের নামঃ জোনাল ম্যানেজার
পদের সংখ্যাঃ ০৫
বেতনঃ ৪৪১০০-৬৩০০০/-
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাস সহ ঋণ কার্যক্রমে উক্ত পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা
২। পদের নামঃ অফিসার,ক্রেডিট(সহকারি শাখা ব্যাবস্থাপক)
পদের সংখ্যাঃ ২০০
বেতনঃ ২৪১৬৪-৩৪৫২০/-
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিষয়ে স্নাতক পাস এবং মোটরসাইকেল চালানোতে দক্ষ
আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে
৩। পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার(ক্রেডিট)
পদের সংখ্যাঃ ৫০০
বেতনঃ ২১১৪০-৩০২০০/-
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিষয়ে স্নাতক পাস এবং সাইকেল ও মোটরসাইকেল চালানোতে দক্ষ
৪। পদের নামঃ সিনিয়র ট্রেইনার
পদের সংখ্যাঃ ০২
বেতনঃ আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিষয়ে স্নাতক পাস এবং ঋণ কার্যক্রমে প্রশিক্ষণ পরিচালনায় নুন্যতম ১০ বছরের অভিজ্ঞতা
৫। পদের নামঃ সহকারি কর্মসূচি ব্যাবস্থাপক(হিসাব)
পদের সংখ্যাঃ ০২
বেতনঃ আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতাঃ হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর এবং সিএ (প্রফেসনাল লেভেল) সম্পুন্ন থাকতে হবে
৬। পদের নামঃ ইনকাম ট্যাক্স ও ভ্যাট অফিসার
পদের সংখ্যাঃ ০১
বেতনঃ আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতাঃ হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর এবং ইনকাম ট্যাক্স প্রাক্টিসনার হিসেবে বৈধ কাগজপত্র থাকতে হবে
আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম
শর্তাবলিঃ
১। আবেদনকারীদের কম্পিউটারে অভিজ্ঞ থাকতে হবে।
২। বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করতে আগ্রহী থাকতে হবে।
৩। আবেদনকারীর বয়স পদ ভেদে ২২-৪৫ এর মধ্যে থাকতে হবে।
৪। কোন প্রকার সুপারিস গ্রহন করা হবে না।