আহবান । আশিকুজ্জামান জুয়েল

Spread the love

Table of Contents

আহবান । আশিকুজ্জামান জুয়েল

হেলায় ফেলায় কাটছিল
দিনগুলি নীড়ে
দুষ্টু বাতাস তারপরেও
পিছু নাহি ছাড়ে।

সুখের মাঝে লাগল এসে
দুষ্টু চক্রের বাতাস
মনে এসে লাগল দু:খ
আজ যে ভীষন হতাশ।

গরীব হলেও অহংকারী
খাই করে কর্ম
ভালবাসার নীড়ে থাকি
বুঝি সুখের মর্ম।

পাছে লোকে কিছু বলে
কখনো শুনি নাই
সুখের নীড়ে জ্বালাতন
কখনো মানি নাই।

কারো কর্ম কারো অর্থ
দেইনি মোরে জ্বালা
কোনো প্রয়োজনেই আমি
পাতিনি ভিক্ষার থালা।

আমার সকল প্রিয় কে
প্রিয় বলেই ভাবি
সকল প্রিয় র সুখ দু:খে
তাদের পাশেই থাকি।

মতভেদ হতে পারে
হতে পারে বিবাদ
কিন্ত সেটা সাময়িক
সম্পর্কে নেই বরবাদ।

কোনো বিবাদ মনের মাঝে
পুষে রাখিনি
সম্পর্ক ভুলে কখনো
শত্রু ভাবিনি।

মিলে মিশে থাকব মোরা
গড়বো সুখের বাগান
যতদিন থাকবো বেঁচে
এটাই আহবান।

আশিকুজ্জামান জুয়েল

(আমার ‘আহবান’ কবিতা)
সময়কাল: ০৫ ডিসেম্বর ২০১৪ইং

আরও পড়ুন >> ইসলামী ব্যাংক এর সহজ লোন সুবিধা । IBBL Easy Loan

নতুন অফার >> রবি (Robi) নতুন প্রিপেইড ও পোস্টপেইড সিমের অফার

 

Check Also

আমার বাড়ি

আমার বাড়ি – জসীম উদ্‌দীন

Spread the loveআমার বাড়ি জসীম উদ্‌দীন আমার বাড়ি যাইও ভোমর, বসতে দেব পিঁড়ে, জলপান যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *