আমি রমণী
আয়নায় দাঁড়িয়ে
মেলে দিয়ে দেহ
মনে মনে ভাবি
রুপের কি মোহ।
সাজ গোজ করি ভাল
মুখে দেই পালিশ
ভাঁজ খাঁজ ঠিক রাখি
করি দেহে মালিশ।
ভিড় ভাড়ে বেশী যায়
রুপ ফোটাতে
হাব ভাব ইশারায়
লোক পটাতে।
চুপে চাপে আড়চোখে
চেয়ে দ্যাখে মোরে
মনে মনে হয়তোবা
কামজল ঝরে।
বাবা বকে ভাই বকে
নিরাপদ রাখিতে
পুরুষের স্বভাব কি
চায় শুধু বোঝাতে।
বুঝি আমি সবই বুঝি
কাঁপে ধমনী
মুখ ফুটে বলিনা
আমি রমনী।