বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ – অবশেষে সেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত কেই্ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট অর্জন করলো বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট টিম।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুর্দান্ত খেলে শক্তিশালী ভারত কে হারিয়ে বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়ল বাংলাদেশ
অনূর্ধ্ব ১৯ টিম টাইগাররা।প্রথম বারের মত বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমে প্রথম থেকেই দুর্দান্ত খেলতে
থাকে বাংলাদেশের ক্রিকেটাররা। পুরো মাচে ভারতের উপর আধিপত্য ধরে রাখে বাংলাদেশের টাইগার বাহিনী।
এর আগে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক আকবর আলি। বোলিং এ এসে দুর্দান্ত বোলিং
করে প্রথমেই সাফল্যের দেখা পায় বাংলাদশের বোলাররা। ভারতের ব্যাটসম্যান জাসঅয়াল ও তিলাক ভারমার
পার্টনারশিপ ভালসংগ্রহের ইঙ্গিত দিলেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এ রান বাড়াতে পুরোপুরি ব্যর্থ
হয় টিম ইন্ডিয়া।ইনিংসের শেষ এর দিকে দ্রুত উইকেট ফেলে ভারতকে মাত্র ১৭৭ রানে অলআউট করে ফেলে
বাংলাদেশে টিম টাইগার বাহিনী।
ব্যাটিং এ নেমে অসাধারন শুরু করে বাংলাদেশের দুই ওপেনার ইমন ও তামিম।ইনিংসের ৯ম অভারে বিসও
এর বলে ক্যাচ দিয়ে আউট হন তামিম।এর পরেই দ্রুত ভেঙ্গে পরে বাংলাদেশের ইনিংস।কম সময়ে ৫ উইকেট
হারিয়ে বিপাকে পরে বাংলাদেশ।ইমন রিটাইয়াড হার্ট হয়ে মাঠের বাইরে থাকলে ও দলের খারাপ সময়ে মাঠে
নেমে আসেন।অধিনায়ক আকবর আলিকে সাথে নিয়ে পার্টনারশিপ গরে তলেন।ইমন বাক্তিগত ৪৭ রানে আউট
হলে রাকিবুল হাসানকে সাথে নিয়ে ধিরে ধিরে খেলতে থাকেন আকবর আলি।খেলার শেষের দিকে বৃষ্টি দেখা
দিলে অল্প কিছু সময় খেলা বন্ধ থাকে।তাতে করে অবশ্য বাংলাদেশেরই সুবিধা হয়।ডারক্লুইস পদ্ধতিতে
বাংলাদেশ এর টার্গেট দাড়ায় ৩০ বলে ৭ রান।যা খুব সহজেই উত্রে যাই টিম টাইগার্স।
বাংলাদেশের এমন জয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ।
আরও পড়ুন >> ভয়াবহ ৬০টি কবীরা গুনাহ ।। প্রচলিত কিছু কবীরা গুনাহ