দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমুহে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যয়ন জন্য NTRCA কর্তৃক আয়োজিত ১৭তম শিক্ষক নিবন্ধন NTRCA পরীক্ষা 2020 আবেদনের আহবান করা যাচ্ছে।
নিবন্ধন পরীক্ষার আবেদন:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে সাইটে প্রদত্ত ফরমে আবেদন করতে হবে।
খ. নিবন্ধনের সকল তথ্য Online এর মাধ্যমে করতে হবে।
গ. সম্পুর্ণ বিজ্ঞপ্তি অথবা www.zohabd.com পাওয়া যাবে।
Online এ আবেদন পুরণ ও সময়সীমা:
ক. Online এ আবেদন পুরণ শুরুর তারিখ: 23 জানুয়ারি 2020 ইং বিকাল 4.00 ঘটিকা থেকে শুরু।
খ. Online এ আবেদন শেষ তারিখ: 06 ফেব্রুয়ারি 2020 ইং রাত 12.00 পর্যন্ত।
গ. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ সকল পরীক্ষার সনদপত্র মৌখিক পরীক্ষার সময় সংগে আনতে হবে।
Online-এ আবেদনপত্র পুরণ করার নিয়মাবলী:
ক. Online-ফরমের সকল তথ্য SSC সনদপত্র অনুযায়ী পুরণ করতে হবে।
খ. রঙ্গিন ছবি ৩০০×৩০০ Pixel স্ক্যান করে Upload করতে হবে।
গ. নিজ নাম নিজ হাতে লিখে ৩০০×৮০ Pixel স্ক্যান করে Upload করতে হবে।
পরীক্ষা ফি প্রদানের নিয়ম:
ক. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল দিয়ে SMS করতে হবে।
খ. পরীক্ষা ফি বাবদ 350/- প্রদান করতে হবে।
গ. SMS- ৭২ ঘন্টার মধ্যে করতে হবে, অন্যথায় পুরনায় ফরম পুরণ করতে হবে।
ঘ. SMS- করার নিয়ম:
প্রথম SMS: NTRCAUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
দ্বিতীয় SMS: NTRCAYESPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
প্রবেশপত্র (Admit Card):
ক. Online-ফরম পুরণের সময় আপনার ব্যবহৃত নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। SMS প্রাপ্তির পর প্রার্থী তার প্রবেশপত্র হতে Download করতে পারবেন।
প্রিলিমিনারি টেস্ট:
ক. স্কুল-২ ও স্কুল পর্যায়ে: 15 মে 2020 শুক্রবার – সকাল 9.00টা – 10.00 পর্যন্ত
খ. কলেজ পর্যায়ে: 15 মে 2020 শুক্রবার – সকাল 3.00টা – 4.00 পর্যন্ত
লিখিত পরীক্ষা:
ক. স্কুল-২ ও স্কুল পর্যায়ে: 7 আগষ্ট 2020 শুক্রবার – সকাল 9.00টা – 10.00 পর্যন্ত
খ. কলেজ পর্যায়ে: 7 আগষ্ট 2020 শুক্রবার – সকাল 3.00টা – 4.00 পর্যন্ত
পরীক্ষার মান বন্টন:
ক. বাংলা-২৫ নম্বর, খ. ইংরেজী- ২৫ নম্বর
গ. সাধারণ গণিত- ২৫ নম্বর ঘ. সাধারণ জ্ঞান- ২৫ নম্বর = সর্বমোট-100 নম্বরের পরীক্ষা হবে।