দস্যি মেয়ের বনে ছুটে চলা রাজা রানীর শত কঞ্জ কলা দূর বন্দর আগর ছেপে কোথায় খুঁজি সব না বলা।
আকাশ ভেঙে নামল বাদলের নাচ উঠোন জুড়ে আমার ফিরে এলো সাঁঝ কি নেই! কি নেই! সফেদ মোতির প্রত্যেক পাতা জুড়ে এক এক করে খুঁজে এনেছি।
বিশ্ব সংসার ঘুরে। সন্ধ্যা রাতের তারা যখন নামল হিজল তলে, বসল আমার পাশে, সময় এসে জানতে চাইল। “কি লিখলে দিনের শেষে?” সময়ের হাতে দিলাম তুলে সারা বেলার শ্রম।
মোতির বুকে দেখে রোদুর ভাঙল যে তার ভ্রম অবাক মায়া নিয়ে চোখে বলল “কোথায় পেলে? কেমন করে খুঁজলে বলো এমন কথা মেলে?” পথের ধুলোর প্রান্তে আমার হাসিটুকু সব দিয়ে গল্পগুলো এনেছি হাজার কথায় সাজিয়ে। পড়ে দেখ খুঁজে পাবে আত্মসখীন ছবি, দেখলেই পাবে আমার মতো। কবিতাহীন কবি।