আমিও শহীদ হব
-সার্জেন্ট মোঃ আনিসুর রহমান, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড
আমিও শহীদ হব, সালাম, বরকত, রফিকের মত।
হয়তো ইতিহাসে রেখে যাব স্মৃতি,
বিরল এবং অবিরত।
কত যে গায়ের ধূলা শহীদ চরণ তলে
বিজড়িত পুষ্প মিশিয়া সমাধি ও অশ্রু জলে।
যুগ যুগ শত শত আনন্দ অবিরত।
শহীদের অহংকার, বাঙ্গালীর অহংকার মুক্তিযুদ্ধ।
নয় পরাধীন, হয়েছ স্বাধীন প্রিয় স্বদেশ।
বিজয় এনেছি ছিনিয়ে, তাই এসেছিল এই দিন।
লক্ষ শহীদের লাল তাজা রক্তের বিনিময়ে।
প্রতি বছর বিজয় আনন্দে দেশ ভাসে ১৬ই ডিসেম্বর
গভীর বেদনা শোক ও আনন্দ উৎসব বাংলার ঘরে ঘরে।
একাত্তরের হানাদারের সাথে লড়েছে বাঙ্গালী,
আমিও শহীদ হব যদি হয় প্রয়োজন কোনকালে।
বাঙ্গালীর স্বপ্ন পূরণে দেশকে ভালবেসে,
লাল গোলাপ আর নয়নতারা ফুটবে স্বাধীন দেশে।