যুব উন্নয়ন অধিদপ্তরে ১৮০ জন নিয়োগ সম্প্রতি শূন্যপদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। মোট সাতটি পদে ১৮০ জনকে নিয়োগ দেবে সরকার।
১। ক্রেডিট সুপারভাইজার, পদ-১৫০টি,
বেতন : ১২,৫০০-৩০,২৩০/-, গ্রেড-১১
২। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদ-১টি
বেতন : ১১,০০০-২৬,৫৯০/-, গ্রেড-১৩
৩। জুনিয়র প্রশিক্ষক (পোশাক), পদ-৫টি
বেতন : ১০,২০০-২৪,৬৮০/-, গ্রেড-১৪
৪। গাড়িচালক, পদ-৭টি
বেতন : ৯,৭০০-২৩,৪৯০/-, গ্রেড-১৫
৫। প্রদর্শক, পদ-১৪টি
বেতন : ৯,৩০০-২২,৪৯০/-, গ্রেড-১৬
৬। মেকানিক হেলপার -পদ-২টি
বেতন : ৯,০০০-২১,৮০০/-, গ্রেড-১৭
৭। মৎস্য সহকারী, পদসংখ্যা-১টি,
বেতন : ৮,৮০০-২১,৩১০/-, গ্রেড-১৮
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা, http://dyd.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদনের শেষ তারিখ ও সময় ২১ নভেম্বর ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত