আকিজ গ্রুপ-এর অঙ্গ প্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস্ লিমিটেড কর্তৃক উৎপাদিত উৎকৃষ্ট মানের প্লাষ্টিক পণ্য বিক্রয় ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে আকর্ষণীয় বেতন ও সুয়োগ-সুবিধাসহ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সারা দেশে কিছু সংখ্যক সেলস্ অফিসার (এস ও) নিয়োগ করা হবে।
পদের নাম: সেলস্ অফিসার (এস ও)
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক (অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা শিথিলযোগ্য)
বয়স: ২০ হতে ৩০ বছর (৩১/০৫/২০১৯ পর্যন্ত)।
উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি (সুঠাম দেহের অধিকারী)।
বিশেষ যোগ্যতা : কঠোর পরিশ্রমী ও বাংলাদেশের যে কোন এলাকায় কাজ করতে ইচ্ছুক।
ইন্টারভিউয়ের তারিখ ও স্থান:
১। রংপুর: এনজিও ফোরাম, রিজিওনাল অফিস, আর.কে রোড, রংপুর। ২২/০৬/১৯ শনিবার।
সকাল ১০ টা – দুপুর- ৩ টা পর্যন্ত
২। বগুড়া: হোটেল ক্যাসেল সোয়াদ, মাটিডালী বিমান মোড়, বগুড়া । ২৩/০৬/১৯ রবিবার। সকাল ১০ টা – দুপুর -৩ টা পর্যন্ত
আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে
৩। ঢাকা: আকিজ প্লাস্টিকস ডিপো, ১৮৩-তেজগাঁও শিল্প এলাকা (শান্তা টাওয়ারের পেছনে), ঢাকা। ২৫/০৬/১৯ মঙ্গলবার। সকাল ১০ টা – দুপুর -৩ টা পর্যন্ত
৪।কুমিল্লা: দ্যা কুমিল্লা ক্লাব, কান্দিরপাড়, কুমিল্লা। | ২৬/০৬/১৯ বুধবার । সকাল ১০ টা – দুপুর -৩ টা পর্যন্ত
৫। মৌলভীবাজার: হোটেল রেষ্ট-ইন, নিউটন হল, এস আর প্লাজা (৩য় তলা), এম সাইফুর রহমান রোড,কুসুমবাগ পয়েন্ট, মৌলভীবাজার। ২৯/০৬/১৯ শনিবার । সকাল ১০ টা – দুপুর -৩ টা পর্যন্ত
বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা:
আকর্ষণীয় বেতন, যাতায়াত ভাতা (টিএ/ডিএ), বিক্রয়ের উপর প্রতিমাসে কমিশনসহ মাসিক ১৮-২০ হাজার টাকা আয়ের সুযোগ ও বিভিন্ন রকমের ইনসেনটিভ, বোনাস, প্রতি বছর বেতন বৃদ্ধি, দক্ষতা অনুযায়ী পদোন্নতি এবং চাকুরী স্থায়ীকরনের পর গ্রাচুয়িটি, প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে।
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের বায়োডাটা/সিভি, দুই কপি রঙ্গীন পাসপোর্ট সাইজের ছবি, সকল পরীক্ষা পাশের মূল সনদপত্র ও সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ ইন্টারভিউর জন্য নিম্নলিখিত ঠিকানায় নির্ধারিত তারিখ ও সময়ে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক ও লিখিত পরীক্ষায় অংশগ্রহন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বি: দ্র: অধ্যয়নরতদের ইন্টারভিউতে অংশগ্রহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। ইন্টারভিউয়ে অংশ গ্রহণের জন্য কোনরূপ টিএ/ডিএ প্রদান করা হবে না।
আরো চাকরির খবর: