পাওয়ার গ্রীড কোম্পানী ।POWER GRID COMPANY (PGCB) লিমিটেড জাতীয় বিদ্যুৎ গ্রীড পরিচালন, সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়ােজিত। পিজিসিবি নিম্নোক্ত শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।
পদের নাম:
(ক) জেনারেল ইলেট্রিক্যাল ওয়ার্কস/ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস – ১৪৫ জন
(খ) কম্পিউটার ও তথ্য প্রযুক্তি – ০২ জন
(গ) প্ল্যাম্বিং ও পাইপ ফিটিংস -০৩ জন
শিক্ষাগত যোগ্যতা:
ক) কারিগরী শিক্ষাবাের্ড হতে জেনারেল ইলেট্রিক্যাল ওয়ার্কসওয়ার্কস/ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস/জেনারেল ইলেকট্রনিক্স/
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি/প্লাম্বিং ও পাইপ ফিটিংস কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি (ভােকেশনাল) উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে
খ) এসএসসি/দাখিল সমমানের পরীক্ষায় কমপক্ষে বিভাগে উত্তীর্ণ এবং কারিগরী শিক্ষাবাের্ড কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল/
ইলেকট্রনিক্স/কম্পিউটার/ প্রযােজ্য অন্যান্য প্লাম্বিং বিষয়ে এক বছর মেয়াদী বেসিক ট্রেড কোর্স সম্পন্ন।
বেতন ও ভাতাদি:
বেতন গ্রেড-১৫, বেতন স্কেল-১৪৫০০/- টাকা চাকুরী বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতদি।
বয়স:
প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। গ) প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযােদ্ধা
পােষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। পিজিসিবিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযােগ্য।
অনলাইন শর্তাবলী:
(১) আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরমে নির্ধারিত স্থানে ছবি (300 x 300 pixel) ও স্বাক্ষর (300 x 80pixel) স্ক্যান করে তা সংযােজন করতে হবে।
টেলিটক বাংলাদেশ লিঃ এর ওয়েবসাইট htpp://pgcb.teletalk.com.bdhtpp://pgcb.teletalk.com.bd অথবা পিজিসিবি’র ওয়েব সাইট www.pgcb.org.bd
আবেদনের সময়:
13 June 2019 হতে 30 June 2019 ইং তারিখের (রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত) মধ্যে আবেদন করা যাবে।
পরীক্ষা ফি:
আবেদনের ক্ষেত্রে ৫০০/- (পাঁচশত) টাকা টেলিটক বাংলাদেশ লিঃ এর যে কোন মােবাইলে এসএমএস এর মাধ্যমে ওয়েব সাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী htpp://pgcb.teletalk.com.bd অথবা www.pgcb.org.bd এর মাধ্যমে প্রেরণ করতে হবে।