16th NTRCA ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৯

Spread the love

বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ 16th NTRCA ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৯ দেশের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানসমুহে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যয়নের লক্ষ্যে বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন ntrca অংশগ্রহন ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে।

পরীক্ষায় প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমারী টেস্ট গ্রহন করা হবে। প্রিলিমিনারী টেষ্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় উর্ত্তীণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

১। নিবন্ধন পরীক্ষা আবেদনপত্র:
ক) http://ntrca.teletalk.com.bd ঠিকানায় আবেদন করতে হবে।
খ)www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি পাওয়া যাবে।

২।অনলাইনে আবেদনপত্র পুরণ এবং পরীক্ষার ফি জমাদানের তারিখ এবং সময়সীমা:
ক)Online-এ আবেদনপত্র পুরণ শুরু: 28 May 2019 তারিখ বেলা-3.00pm
খ)Online-এ আবেদনপত্র পুরণ শেষ: 19 June 2019 তারিখ বেলা-6.00pm

আরও পড়ুন >> নামাজের ভুল সমুহ । জামাতে নামাজ পড়ার নিয়ম

৩।আবেদন করার নিয়ম:
ক) Online-এ আবেদন করতে হবে।
খ) প্রার্থীর রঙিন ছবি 300×300 Pixel এবং স্বাক্ষর 300×80 Pixel Online আপলোড করতে হবে।
গ) পরীক্ষা ফি: Teletalk Pre-paid mobile দিয়ে পরীক্ষা ফি প্রদান করতে হবে।




৪।প্রিলিমারি টেস্ট:
ক)30 August 2019 তারিখে শুক্রবার 10am-11am স্কুল-২ ও স্কুল পর্যায়ে।

খ)30 August 2019 তারিখে শুক্রবার 3pm-4pm কলেজ পর্যায়ে।

৫। প্রিলিমিনারী টেস্টের মান বন্টন:
ক)বাংলা-২৫ নম্বর, খ) ইংরেজী- ২৫ নম্বর, গ) সাধারণ গণিত-২৫ নম্বর, ঘ) সাধারণ জ্ঞান-২৫ নম্বর মোট-১০০ নম্বর।

৬। প্রিলিমিনারী টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের Applicant’s Copy ও সনদপত্রসমুহের হার্ডকপি জমা দিতে হবে। হার্ডকপি জমা দেওয়ার ঠিকানা: প্রাপক: ঢাক জি.পি.ও. বক্স নম্বর-১০৩, ঢাকা-১০০০।

বি:দ্র: বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন।

বিজ্ঞপ্তির PDF কপি।

Check Also

বাংলাদেশের ফুটবল

বাংলাদেশের ফুটবল বাংলা রচনা সকল শ্রেণির জন্য

Spread the loveবাংলাদেশের ফুটবল ভূমিকা: ফুটবল বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা। কয়েক দশক আগেও বাংলাদেশের গ্রামে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *