Ministry of Industries শিল্প মন্ত্রণালয়ে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
০১. পদের নাম : সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা : ১৪ টি
Educational Qualification : স্নাতক বা সমমানের ডিগ্রী।
অন্যান্য যোগ্যতা : Word processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা থাকতে হবে এবং সাঁট-লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০ কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন: 11000 -26590/- টাকা
০২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৪টি
Educational Qualification: বিজ্ঞান বিভাগে স্নাতক(সম্মান) বা সমমানের ডিগ্রী এবং কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজীতে শব্দের গতি ২৫ এবং ৩০ থাকতে হবে।
বেতন: 11000 -26590/- টাকা
০৩. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ০১টি
Educational Qualification: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী।
বেতন: 11000 -26590/- টাকা
০৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৮টি
যোগ্যতা: HSC পাস এবং কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজীতে শব্দের গতি ২০ থাকতে হবে।
বেতনস্কেল: 9300-22490/- টাকা
০৫. পদের নাম : অফিস সহায়ক
পদ সংখ্যা : ১৬ টি
Educational Qualification: SSC পাস।
বেতন স্কেল : 8250/-20010/- টাকা
Online এ আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://moind.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।
আবেদন শুরুর সময়: 16 May 2019 তারিখ সকাল 9am থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: 05 June 2019 তারিখ বিকাল 5pm পর্যন্ত আবেদন করা যাবে।
পরীক্ষা ফি:
ফি বাবদ ১-৪ নং ক্রমিকের জন্য ১০০/- (একশত) টাকা এবং ৫ নং ক্রমিকের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
আবেদনের নিয়ম:
User ID জানা থাকলে MOINDHelpUserUser ID & Send to 16222.
Exampale: MOIND HELP USER ABCDEF ii. PIN Number জানা থাকলে; MOINDHelpPINPIN No & Send to 16222.
Example: MOIND HELP PIN: 12345678.