সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে (http://nanl.teletalk.com.bd/) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
০১। পদের নাম: জুনিয়র টেকনিক্যাল (আরকাইভস)
বেতন: 10200-24680/-টাকা
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয়সহ স্নাতক ডিগ্রি; এবং (খ) কম্পিউটার পরিচালনায় বেসিক ট্রেনিং থাকতে হবে।
০২। পদের নাম: জুনিয়র টেকনিক্যাল এসিসট্যান্ট (লাইব্রেরী)
বেতন: 10200-24680/-টাকা
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা এবং কম্পিউটারে পরিচালনায় বেসিক ট্রেনিং থাকতে হবে।
০৩। পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
বেতন: 10200-24680/-টাকা
শিক্ষাগত যোগ্যতা: (ক) HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
০৪। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
বেতন: 9300-22490/-টাকা
শিক্ষাগত যোগ্যতা: (ক) HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে ভাল জ্ঞান থাকতে হবে।
০৫। পদের নাম: লিফট অপারেটর
বেতন: 8500-20570/-টাকা
শিক্ষাগত যোগ্যতা: (ক) লিফট চালনায় ও সার্ভিসিং কাজে বাস্তব অভিজ্ঞতাসহ কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) অষ্টম শ্রেণি উত্তীর্ণ।
janata bank limited জনতা ব্যাংকে অফিসার পদে নিয়োগ
০৬। পদের নাম: দপ্তরী
বেতন: 8500-20570/-টাকা
শিক্ষাগত যোগ্যতা: SSC পাশ হতে হবে।
০৭। পদের নাম: বুক সর্টার- ০১ জন
বেতন: 8500-20570/-টাকা
শিক্ষাগত যোগ্যতা: SSC পাশ হতে হবে।
আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম
০৮। পদের নাম: রেকর্ড সর্টার -০১ জন
বেতন: 8500-20570/-টাকা
শিক্ষাগত যোগ্যতা: SSC পাশ হতে হবে।
০৯। পদের নাম: অফিস সহকারী-০২ জন।
বেতন: 8250-20010/-টাকা
শিক্ষাগত যোগ্যতা: SSC পাশ হতে হবে।
Online আবেদন শুরু: 12 May 2019 ইং।
Online আবেদন শেষ তারিখ: 12 June 2019 ইং।
আবেদন করুন: এখানে
অনলাইন ফি: ক্রমিক নং ১-৪ নং পদের জন্য 112/- টাকা এবং ৫-৯ নং পদের জন্য 56/- টাকা।