বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে Bangladesh Open University নিম্নবর্ণিত কর্মকর্তার শূন্য পদসমূহে বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদিসহ পদের বিপরীতে উল্লেখিত জাতীয় বেতনস্কেলে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।
০১. পদের নাম: আঞ্চলিক পরিচালক স্টুডেন্ট সাপাের্ট সার্ভিসেস বিভাগ
পদের সংখ্যা: ০৪টি
বেতন: 50000-71200/- টাকা
০২. পদের নাম: উপ-গ্রন্থাগারিক লাইব্রেরি এন্ড ডকুমেন্টেশন বিভাগ
পদের সংখ্যা: ০১টি
বেতন: 50000-71200/- টাকা
০৩. পদের নাম: উপ-পরিচালক (মনিটরিং)পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ
পদের সংখ্যা: ০১টি
বেতন: 43000-69850/- টাকা
০৪. পদের নাম: উপ-পরিচালক (এস্টেট) ইঞ্জিনিয়ারিং এস্টেট বিভাগ
পদের সংখ্যা: ০১টি
বেতন: 43000-69850/- টাকা
০৫. পদের নাম: সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা বিভাগ
পদের সংখ্যা: ০১টি
বেতন: 29000-63410/- টাকা
বিস্তারিত জানতে Google News অনুসরণ করুন
০৬. পদের নাম: কো-অর্ডিনেটিং অফিসার স্টুডেন্ট সাপাের্ট সার্ভিসেস বিভাগ
পদের সংখ্যা: ০১টি
বেতন: 22000-53060/- টাকা
০৭. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা (লিগ্যাল) প্রশাসন বিভাগ
পদের সংখ্যা: ০১টি
বেতন: 22000-53060/- টাকা
০৮. পদের নাম: পরিচালক (আইকিউএসি)
পদের সংখ্যা: ০১টি
বেতন: 56500-74400/- টাকা
০৯. পদের নাম: যুগ্ম-পরিচালক
পদের সংখ্যা: ০৩টি
বেতন: 50000-71200/- টাকা
১০. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা
পদের সংখ্যা: ০১টি
বেতন: 22000-53060/- টাকা
১১. পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
পদের সংখ্যা: ০১টি
বেতন: 22000-53060/- টাকা
নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ চাকরির খবর
শর্তাবলী Bangladesh Open University:
(১) ইংরেজি ও বাংলায় যোগাযোগ নৈপুণ্য যাচাই-এর লক্ষ্যে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য
(২) ওয়ার্ড প্রসেসিংসহ মাইক্রোসফট অফিস পরিচালনা এবং ইন্টারনেটের ব্যবহারে সাবলীলতা যাচাই-এর জন্য কম্পিউটার ও আইসিটি টেস্ট/প্রাকটিক্যাল টেস্ট এবং প্রাগুক্ত উভয় পরীক্ষায় উত্তীর্ণদের জন্য
(৩) মৌখিক পরীক্ষা। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা না থাকলে আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ Bangladesh Open University : 13 June 2019 ইং।
বিস্তারিত তথ্যের জন্য Bangladesh Open University ওয়েবসাইট (www.bou.edu.bd) দেখুন।
রেজিস্ট্রার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
গাজীপুর।