উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ Willes Little Flower School And College নিজস্ব অর্থায়নে ইংরেজি মাধ্যমের জন্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
০১. পদের নাম: সহকারী শিক্ষক ও ইংরেজি, বাংলা, ভৌত বিজ্ঞান (পদার্থ ও রসায়ন), জীববিজ্ঞান, গণিত, ব্যবসায় শিক্ষা (হিসাববিজ্ঞান), ধর্ম (ইসলাম শিক্ষা), সামাজিক বিজ্ঞান (অর্থনীতি)
Education Qualification & Experience: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি/সমমান।
অথবা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (পাশ) সহ স্নাতকোত্তর ডিগ্রি। (ইংরেজি ও বাংলা পদের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বরের ইংরেজি/বাংলা থাকতে হবে।
ধর্ম (ইসলাম) পদের ক্ষেত্রে ফাজিল/কামিল ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।) বি.এড ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষা জীবনে যে কোন স্তরে ৩য় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
০২. পদের নাম: সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা)
Education Qualification: এইচ.এস.সি/সমমান, স্নাতক অধ্যয়নরত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
০৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার
Education Qualification: এইচ.এস.সি/সমমান। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। ৬ মাসের ডিপ্লোমা | অপারেটর ডিগ্রিধারী ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আরও পড়ুন>> সোনালী ব্যাংক এর আমানত স্কিমের নাম ও সুবিধা সমুহ
০৪. পদের নাম: অফিস সহকারী কাম হিসাব সহকারী
Education Qualification: এইচ.এস.সি/সমমান। অভিজ্ঞতা সম্পন্ন ও ব্যবসায় শিক্ষা শাখার প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
০৫. পদের নাম: অফিস সহায়ক/নিরাপত্তা কর্মী/নৈশ প্রহরী
Education Qualification: এস.এস.সি/সমমান পাশ।
০৬. পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী/আয়া
Education Qualification: অষ্টম শ্রেণি/সমমান পাশ।
শর্তাবলীঃ
৩। আগ্রহী প্রার্থীদেরকে সদ্য তোলা ০৩(তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব ও শিক্ষাগত যোগ্যতার
সত্যায়িত ফটোকপিসহ স্ব হস্তে লিখিত আবেদনপত্র (মোবাইল নম্বরসহ) ।
৪। খামের উপরে পদের নাম লেখা আবশ্যক।
৫। সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
পরীক্ষা ফি:
যে কোন বাণিজ্যিক ব্যাংকের যে কোন শাখা হতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এর অনুকূলে ক্রমিক নং (১-২) নং পদের জন্য 1000/- (এক হাজার) টাকা ও ক্রমিক নং (০৩-০৬) নং পদের জন্য 500/- (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার।
আবেদন শেষ সময়:
আগামী 16 May 2019 তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ০৩.৩০ ঘটিকার মধ্যে সভাপতি, গভর্নিং বডি, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বরাবরে কিংবা ডাকযোগে পৌছাতে হবে।