বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লি: জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক যোগ্যতাসম্পন্ন লোক নিয়োগ করা হবে।
পদের নাম: সিনিয়র অপারেটর / অপারেটর (রি-ওয়াইন্ডার)
Education Qualification: নূনতমএসএসসি/সমমানপাশ ।পেপার/ টিউৎপাদনকারী প্রতিষ্ঠানে রি-ওয়াইন্ডার মেশিন চালনায় ন্যূনতম ৫-৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: জুনিয়র অপারেটর / হেলপার প্রতিষ্ঠানে রি-ওয়াইন্ডার
Education Qualification: নূনতমএসএসসি/সমমানপাশ ।পেপার/ টিউৎপাদনকারী প্রতিষ্ঠানে রি-ওয়াইন্ডার মেশিন চালনায় ন্যূনতম ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে
পদের নাম: অপারেটর (মেকানিক্যাল ওয়ার্কশপ)
Education Qualification: ন্যূনতম এস.এস.সি/সমমান পাশ। যে কোন প্রতিষ্ঠানে নাইফ সার্পেনিং মেশিন, লেদ মেশিন ও মিলিং মেশিন।
স্বাক্ষাৎকারের স্থান ও সময়: বসুন্ধরা মাল্টি পেপার ইন্ডাষ্ট্রিজ লি: মেঘনাঘাট, নিউ টাউন, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। তারিখ: ০৫/০৫/২০১৯ ইং, রোজ রবিবার।
পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান/ ইলেকট্রিশিয়ান/ জুনি: ইনস্টমেন্ট ফিটার
Education Qualification: ন্যূনতম এস.এস.সি/সমমান পাশ। যেকোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩-৮ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: সিনিয়র অপারেটর / অপারেটর জুনি: অপারেটর (কোটিং)
Education Qualification: ন্যূনতম এস.এস.সি/সমমান পাশ। যেকোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে নূ্যনতম ৩-৮ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: সি: ওয়েল্ডার / ওয়েল্ডার (সিভিল)
Education Qualification: ন্যূনতম এস.এস.সি/সমমান পাশ। যেকোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে নূ্যনতম ৫-১০ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
স্বাক্ষাৎকারের স্থান ও সময়: বসুন্ধরা পেপার মিলস লি: (ইউনিট-২) মেঘনাঘাট, নিউ টাউন, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। । তারিখ: ০৫/০৪/২০১৯ ইং, রোজ শনিবার।
পদের নাম: ফিটার/জ: ফিটার লেদ অপারেটর (মেকানিক্যাল)
Education Qualification: ন্যূনতম এস.এস.সি/সমমান পাশ। পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে নূ্যনতম ৩-৮ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: জুনিয়র অপারেটর (রোল গ্রাইন্ডিং)
Education Qualification: ন্যূনতম এস.এস.সি/সমমান পাশ । পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: বয়লার অপারেটর
Education Qualification: নূ্যনতম এস.এস.সি/এইচএসসি পাশ। যে কোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫-৮ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
স্বাক্ষাৎকারের স্থান ও সময়: বসুন্ধরা পেপার মিলস লি: (ইউনিট-২), মেঘনাঘাট, নিউ টাউন,
সোনারগাঁও, নারায়ণগঞ্জ। তারিখ: ০২/০৫/২০১৯ ইং, রোজ: বৃহস্পতিবার।
পদের নাম: জুনি: অপারেটর/অপারেটর (উৎপাদন)
Education Qualification: ন্যূনতম এস.এস.সি/সমমান পাশ। পেপার / টিস্যু উৎপাদনকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: ফোরম্যান/জু: ফোরম্যান/ইলেকট্রিশিয়ান /জুঃ ইলেকট্রিশিয়ান/(ইলেকট্রিক্যাল)
Education Qualification: ন্যুনতম এস.এস.সি/এইচএসসি পাশ। যে কোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫-১২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: চেকার / জুঃ চেকার (ফিনিশিং)
Education Qualification: ন্যূনতম এস.এস.সি/সমমান পাশ। পেপার / টিস্যু উৎপাদনকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩-৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
স্বাক্ষাৎকারের স্থান ও সময়: বসুন্ধরা পেপার মিলস লি: (ইউনিট-৩), আনারপুরা, গজারিয়া মুন্সিগঞ্জ।
তারিখ: ০৫/০৫/২০১৯, রোজ: রবিবার।
আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি সহ উপরোল্লেখিত স্থান ও তারিখ অনুযায়ী সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে।
আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম