Bangladesh Shipping Corporation নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

বাংলাদেশ শিপিং কর্পোরেশনে Bangladesh Shipping Corporation উচ্চমান সহকারী, ইলেকট্রিশিয়ান, মেশন, ফ্রিজ মেকানিক, ডিজেল মেকানিক, পাম্প ফিটার, অফিস সহায়ক ও হেলপার পদে দরখাস্ত করা যাচ্ছে।

1. পদের নাম: উচ্চমান সহকারী-15 জন।
বেতন: 11300-27300/- টাকা
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক ডিগ্রী ও অভিজ্ঞতা (কম্পিউটারে বাংলা ও ইংরেজী টাইপিং এ দক্ষত্র থাকতে হবে)।

2. পদের নাম: ইলেকট্রিশিয়ান- 03 জন।
বেতন: 10200-24680/- টাকা

3. পদের নাম: মেশন- 01 জন
বেতন: 10200-24680/- টাকা

4. পদের নাম: ফ্রিজ মেকানিক -02 জন
বেতন: 10200-24680/- টাকা

5. পদের নাম: ডিজেল মেকানিক- 02 জন
বেতন: 10200-24680/- টাকা

6. পদের নাম: পাম্প ফিটার- 02 জন
বেতন: 10200-24680/- টাকা
২নং থেকে ৬ নং পদের শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ট্রেড কোর্স সার্টিফিকেট।
7. পদের নাম: অফিস সহায়ক- 10 জন
বেতন: 8500-20570/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

8. পদের নাম: হেলপার-10 জন
বেতন: 8500-20570/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ।

আবেদনপত্র শর্তাবলীঃ
ক) প্রার্থীগণকে অনলাইনে http://bsc.teletalk.com.bd আবেদন করতে হবে।
খ) 15 April 2019 হতে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু।
গ) 05 May 2019 অনলাইন করার শেষ সময়।
ঘ) পরীক্ষার ফি বাবদ ১ হতে ৬ নং ক্রমিকের প্রতিটি পদের জন্য ১০০/- (একশত) টাকা এবং ৭ হতে ৮ নং ক্রমিকের প্রতিটি পদের জন্য ৫০/-(পঞ্চাশ) টাকা ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি PDF File ডাউনলোড করতে ক্লিক করুন

 

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *