বাংলাদেশ ব্যাংকে সহকারী প্রোগ্রামার পদে নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।
01. Name of Post: সহকারী প্রোগ্রামার
বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল, 2015-এর টাকা 2200-53060 স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদি ।
02. Education Qualification:
ক) স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল এন্ড যোগ্যতা ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে
খ) স্বীকৃত/নিবন্ধিত কোন প্রফেশনাল কম্পিউটার সাসোইটির সদস্য/সহযোগী সদস্য হতে হবে।
গ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে সনাতন পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে ন্যূনতম 02(দুই)টিতে প্রথম বিভাগ/শ্রেণী থাকতে হবে। কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
(১) SSC বা সমমান এবং HSC বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে GPA 3.00 বা তদূর্ধ্ব
প্রথম বিভাগ। | GPA 2.00 থেকে 3.00 এর কম। দ্বিতীয় বিভাগ। | GPA 1.00 থেকে 2.00 এর কম।
তৃতীয় বিভাগ
(২) অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত CGPA এর ক্ষেত্রে| অর্জিত CGPA
সমতুল্য শ্রেণী/বিভাগ 4.00 পয়েন্ট স্কেলে 5.00 পয়েন্ট স্কেলে 3.00 বা তদূর্ধ্ব 3.75 বা তদূর্ধ্ব
প্রথম শ্রেণীবিভাগ 2.25 বা তদূর্ধ্ব কিন্তু 3.00 এর কম। 2.813 বা তদূর্ধ্ব কিন্তু 3.75 | দ্বিতীয় শ্রেণী/বিভাগ 1.65 বা তদূর্ধ্ব কিন্তু 2.25 এর কম 2.063 বা তদূর্ধ্ব কিন্তু | তৃতীয় শ্রেণীবিভাগ
03. পদ সংখ্যা : 22 (বাইশ)টি (কম/বেশি হতে পারে)।
04. বয়স: (10 April 2019 তারিখে) : ক) সর্বোচ্চ 30 বছর।
আগ্রহী প্রার্থীদেরকে আগামী 05 May 2019 তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ Online Application Form পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে।