সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না
সময় ও স্রোত আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। একবার চলে গেলে তা আর ফিরে আসে না। নদীর স্রোতের মতো সময়ও নিরবিচ্ছিন্নভাবে চলে। তাই আমরা যদি সময়কে অপচয় করি, তাহলে জীবনের মূল্যবান মুহূর্তগুলো হারাই। প্রতিটি দিন, প্রতিটি ঘণ্টা আমাদের উন্নতি ও সাফল্যের জন্য সুযোগ এনে দেয়। সময়কে সঠিকভাবে ব্যবহার করা মানুষের জীবনে সাফল্য, সম্মান ও সুখ নিয়ে আসে। স্রোতের মতো সময়কে আমরা থামাতে পারি না, তবে আমাদের সিদ্ধান্ত ও পরিশ্রমের মাধ্যমে এর সদ্ব্যবহার করতে পারি। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে কাজে লাগানো উচিত।
বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন
সংক্ষিপ্ত আকারের ভাবসম্প্রসারণ (৪-৫ লাইনের মতো)
সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। একবার চলে গেলে তা আর ফিরে আসে না। তাই সময়কে অপচয় না করে কাজে লাগানো উচিত। সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সাফল্যময় করতে পারি।
পরীক্ষামুখী ছোট আকারের ভাবসম্প্রসারণ (৪-৫ লাইন)
সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। প্রতিটি মুহূর্ত মূল্যবান। সময় নষ্ট করলে জীবনের সুযোগ হারাই। তাই সময়কে কাজে লাগানো উচিত।
অলসতা সকল অনর্থের মূল ।। ভাবসম্প্রসারণ
শিক্ষার গুরুত্ব একটি প্রবন্ধ/রচনা লিখ। ক্লাস ৮ম থেকে ১০ম