শিক্ষাই জাতির মেরুদণ্ড ।। ভাবসম্প্রসারণ ।। ZohaBD

Spread the love

শিক্ষাই জাতির মেরুদণ্ড

শিক্ষা মানুষের জীবনের আলোকবর্তিকা। যেমন মেরুদণ্ড ছাড়া মানুষের দেহ অচল, তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়। শিক্ষা মানুষকে জ্ঞানী, বিবেকবান ও নৈতিক করে তোলে। এর মাধ্যমে মানুষ সঠিক-ভুলের পার্থক্য বুঝতে পারে এবং জীবনের লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম হয়।

অশিক্ষিত জাতি অন্ধকারে পথ চলে, তারা উন্নতির মূল ধারায় যুক্ত হতে পারে না। শিক্ষা মানুষকে কর্মঠ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। একটি শিক্ষিত জাতি বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য ও সংস্কৃতিতে অগ্রগামী হয়ে বিশ্বসভায় সম্মান অর্জন করে। অন্যদিকে, অশিক্ষিত জাতি দারিদ্র্য, কুসংস্কার ও পশ্চাৎপদতায় ডুবে থাকে।

অতএব, বলা যায় যে “শিক্ষাই জাতির মেরুদণ্ড।” শিক্ষা ছাড়া জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হলো শিক্ষা অর্জন করা এবং জাতিকে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়া।


✍️ সংক্ষিপ্ত আকারে (এক প্যারাগ্রাফ)

শিক্ষাই জাতির মেরুদণ্ড

শিক্ষা ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না। শিক্ষা মানুষকে সচেতন, নৈতিক, কর্মঠ ও জ্ঞানী করে তোলে। অশিক্ষিত জাতি পশ্চাৎপদতায় পড়ে থাকে, আর শিক্ষিত জাতি উন্নতির শিখরে পৌঁছে। তাই জাতিকে উন্নতির পথে এগিয়ে নিতে হলে শিক্ষা অপরিহার্য।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন


✍️ ছোট আকারে (৪–৫ লাইনের পরীক্ষামুখী)

শিক্ষাই জাতির মেরুদণ্ড

শিক্ষা ছাড়া জাতির উন্নতি অসম্ভব। শিক্ষা মানুষকে জ্ঞানী ও কর্মঠ করে। অশিক্ষিত জাতি অগ্রগতিতে ব্যর্থ হয়। তাই শিক্ষা জাতির উন্নতি ও অস্তিত্বের মূলভিত্তি।

অলসতা সকল অনর্থের মূল

অলসতা সকল অনর্থের মূল ।। ভাবসম্প্রসারণ

শিক্ষার গুরুত্ব

শিক্ষার গুরুত্ব একটি প্রবন্ধ/রচনা লিখ। ক্লাস ৮ম থেকে ১০ম

Loading spinner

Check Also

অল্প বিদ্যা ভয়ংকর

অল্প বিদ্যা ভয়ংকর ।। ভাবসম্প্রসারণ ।। ZohaBD

Spread the love অল্প বিদ্যা ভয়ংকর বিদ্যা মানুষের জীবনের আলো। বিদ্যা যত বেশি অর্জন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *