বিভিন্ন হাদীস অনুযায়ী নিম্নলিখিত কাজগুলি কবীরা গুনাহের অন্তর্ভুক্ত ? কবীরা গুনাহ শুধু মাত্র তওবা দ্বারা মাফ হয়, তওবা ব্যতীত কবীরাগুনাহ মাফ হয় না। তাই আজই মহান আল্লাহর কাছে তওবা করে কবীরা গুনাহ থেকে নিজেকে মুক্ত করি। আমিন
১) আল্লাহতায়ালার সঙ্গে অন্য কেহকে শরীকদার সাব্যস্ত করা অর্থাৎ শেরেক করা।
২) ইচ্ছাকৃতভাবে কোন ওজর ছাড়া ফরজ নামাজ তরক করা।
৩) কেহকে অন্যায়ভাবে হত্যা করা।
৪) মিথ্যা কথা বলা।
৫) চুরি করা।
৬) মদ পান করা।
৭) ব্যাভিচার করা বা জিনা করা।
৮) মাতাপিতার অবাধ্য হওয়া।
৯) যাদুটোনা করা,
১০) মিথ্যা শপথ করা।
১১) মিথ্যা সাক্ষী দান করা।
১২) সুদ ঘুষ খাওয়া।
১৩) এতীমের মাল আত্মসাৎ করা।
১৪) জেহাদের ময়দান হইতে পলায়ন করা।
১৫) সতী নারীর উপর অপবাদ আরােপ করা।
১৬) অঙ্গীকার ভঙ্গকরা।
১৭) আমানতের মাল খেয়ানত করা।
১৮) কোন মুসলমানকে গালি দেওয়া।
১৯) কোন নিরপরাধ ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করা।
২০) রাহাজানী, জুলুম, অত্যাচার, সন্ত্রাস, মারামারি কাটাকাটি, হাইজ্যাক ইত্যাদি কাজে লিপ্ত হওয়া।
গ্রামীনফোন অফার >> গ্রামীনফোন আনলিমিটেড ইন্টারনেট অফার
২১) গীবত করা।
২২) হারাম উপার্জন করা।
২৩) অহংকার করা।
২৪) অদৃষ্টকে ধিক্কার দেওয়া।
২৫) যাদু ও জ্যোতিষী বিদ্যা শিক্ষা করা।
২৬) নবীপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শকে পছন্দ না করা।
২৭) সন্তানদিগকে অভিশাপ দেওয়া।
২৮) নাছ, গান বাজনা, বাদ্যযন্ত্রে আসক্তি হওয়া।
২৯) আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা।
৩০) হিংসা করা ।
৩১) ওজনে কম দেওয়া।
৩২) আল্লাহর নেয়ামতের না শােকরী করা।
৩৩) সাহাবায়ে কেরাম (রাঃ) কে মন্দ বলা বা তাহাদের দোষ চর্চা করা।
৩৪) আল্লাহ পাকের রহমত হইতে নিরাশ হওয়া ।
৩৫) অপরের দোষ অনুসন্ধান করা।
৩৬) কোরআন শিক্ষা করিয়া ভুলিয়া যাওয়া ।