হিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি
প্রতিষ্ঠানঃ গণপূর্ত অধিদপ্তর (Public Works Department – PWD)
চাকরির ধরনঃ স্থায়ী
আবেদনের ধরনঃ অনলাইন (Online)
নাগরিকত্বঃ শুধুমাত্র বাংলাদেশী স্থায়ী ও প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবেন।
🧮 পদের বিস্তারিত তথ্য
| বিষয় | বিবরণ |
|---|---|
| পদের নাম | হিসাব সহকারী (Accounts Assistant) |
| পদ সংখ্যা | ১১৯ জন |
| শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিষয়ে এইচ.এস.সি উত্তীর্ণ (২য় বিভাগ/সমমানের জিপিএসহ) |
| বেতন স্কেল | গ্রেড-১৬ (৯,৩০০/- থেকে ২২,৪৯০/- টাকা) |
সম্পন্ন বিজ্ঞপ্তি PDF আকারে পেতে চাইলে ক্লিক করুন
🧑💼 বয়সসীমাঃ
০১ অক্টোবর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছর হতে হবে।
🕒 অনলাইন আবেদন সময়সীমাঃ
-
আবেদন শুরু: ০১ অক্টোবর ২০২৫ (সকাল ১০:০০ টা)
-
আবেদন শেষ: ৩১ অক্টোবর ২০২৫ (বিকাল ৫:০০ টা পর্যন্ত)
💳 আবেদন ফিঃ
-
ফি: ১০০/- টাকা (সার্ভিস চার্জসহ মোট ১০৪/- টাকা)
-
আবেদনের ওয়েবসাইট: http://recruitment.pwd.gov.bd
⚙️ অন্যান্য শর্তাবলীঃ
-
আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে।
-
অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে।
-
নির্ধারিত বয়স, যোগ্যতা ও নিয়ম অনুসারে আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
-
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই চূড়ান্তভাবে নিয়োগ পাবেন।
সহকারী পরিদর্শক ১০টি পদে বিজ্ঞপ্তি: দুর্নীতি দমন কমিশন
অফিস সহায়ক ১৪টি পদে ভুমি মন্ত্রণালয়ে চাকরি
📌 গুরুত্বপূর্ণ তথ্যসংক্ষেপ
| বিষয় | বিবরণ |
|---|---|
| প্রতিষ্ঠান | গণপূর্ত অধিদপ্তর (PWD) |
| পদ নাম | হিসাব সহকারী |
| পদ সংখ্যা | ১১৯টি |
| শিক্ষাগত যোগ্যতা | এইচ.এস.সি (বাণিজ্য বিভাগ) |
| বেতন স্কেল | গ্রেড-১৬ (৯,৩০০–২২,৪৯০ টাকা) |
| আবেদন শুরু | ০১ অক্টোবর ২০২৫ |
| আবেদন শেষ | ৩১ অক্টোবর ২০২৫ |
| আবেদন ফি | ১০৪ টাকা |
| আবেদন লিংক | recruitment.pwd.gov.bd |
📣 সারসংক্ষেপ
গণপূর্ত অধিদপ্তর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর, যেখানে হিসাব সহকারী পদে ১১৯ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। বাণিজ্য বিভাগ থেকে এইচ.এস.সি পাস প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
আমি বাংলার কথা বলি



