অর্থবিভাগ,অর্থ মন্ত্রণালয়ের অধিনে হিসাব মহানিয়ন্ত্রকের এর কার্যালয়ে নিয়োগ।হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের শূন্য পদসমূহে জাতীয় বেতন স্কেলে অস্থায়ী ভিত্তিতে বেশ কিছু জনবল নিয়োগ প্রদান করা হবে।আগ্রহীদের নির্ধারিত ছকে অনলাইনে আবেদন করতে বলা যাচ্ছে।
১।পদের নামঃ সাঁটলিপিকার-কাম-কম্পিউটার
বেতনঃ ১১,০০০-২৬,৫৯০/-টাকা(গ্রেড-১৩)
পদের সংখ্যাঃ ০৮
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
২।পদের নামঃ ক্যাশিয়ার
বেতনঃ ১০,২০০-২৪,৬৮০/টাকা (গ্রেড-১৪)
পদের সংখ্যাঃ (এক) টি
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
৩।পদের নামঃ কেয়ারটেকার
বেতনঃ ১০,২০০-২৪,৬৮০/(গ্রেড-১৪)
পদের সংখ্যাঃ (এক) টি
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
৪।পদের নামঃ সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
বেতনঃ ১০,২০০-২৪,৬৮০/(গ্রেড-১৪)
পদের সংখ্যাঃ ৪০ (চল্লিশ) টি
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
৫।পদের নামঃ কম্পিউটার মুদ্রাক্ষরিক
বেতনঃ ৯,৭০০-২২,৪৯০/(গ্রেড-১৬)
পদের সংখ্যাঃ ৫৪৪ (পাঁচশত চুয়াল্লিশ)
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক বা সমমান
৬।পদের নামঃ টেলিফোন অপারেটর
বেতনঃ ৯,৭০০-২২,৪৯০/(গ্রেড-১৬)
পদের সংখ্যাঃ ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক বা সমমান
৭।পদের নামঃ ড্রাইভার
বেতনঃ ৯,৭০০-২২,৪৯০/(গ্রেড-১৬)
পদের সংখ্যাঃ ০১(এক) টি
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি পাস
৮।পদের নামঃ ফটোকপি অপারেটর
বেতনঃ ৮৮০০-২১৩১০/-(গ্রেড-১৮)
পদের সংখ্যাঃ ১৬টি
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক বা সমমান
৯।পদের নামঃ দপ্তরী
বেতনঃ ৮৫০০-২০৫৭০/-(গ্রেড-১৯)
পদের সংখ্যাঃ ০৬টি
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি পাস
১০।পদের নামঃ সটার
বেতনঃ ৮৫০০-২০৫৭০/-(গ্রেড-১৯)
পদের সংখ্যাঃ ২০টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি বা সমমান
১১।পদের নামঃ নিরাপত্তা প্রহরী
বেতনঃ ৮২৫০-২০০১০/-(গ্রেড-২০)
পদের সংখ্যাঃ ১৩টি
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি পাস
আরও বিস্তারিত নিচের সার্কুলারেঃ
অনলাইনে আবেদন করতে নিচের লিঙ্কে প্রবেশ করুনঃ
আবেদনের শর্তাবলিঃ
১।আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে।
২।আবেদন শুরু ০৫/০৪/২০২০ সকাল ১০ টা থেকে শুরু
৩।আবেদনের শেষ তারিখ ০৫/০৫/২০২০ বিকাল ০৫ টা পর্যন্ত।
৪।পরিক্ষার ফি ১১২ টাকা ও ৫৬ টাকা