হায় প্রিয় স্টেশন – Pritwish Kumar Sarkar

Spread the love

হায় প্রিয় স্টেশন

নতুন নতুন হচ্ছে স্টেশন
হচ্ছে উন্নতি,
আজিমনগর স্টেশনটার
হলো না কি ক্ষতি।।

এখন থেকে বন্ধ স্টেশন
বাজবে না ঘন্টা,
এটা শুনেই খারাপ হলো
সত্যি আমার মনটা।।

এই স্টেশনের প্রতিই কত
আবেগ অনুভূতি,
আগামী দিনের জন্য সব
থাকবে হয়ে স্মৃতি।।

জনবলের অভাবে না কি
বন্ধ হলো স্টেশন,
বন্ধ হবার কথাটা শুনেই
খান খান এই মন।।

ট্রেনের খবরটা পাবো না
এই স্টেশন থেকে,
সিগনালটা পরবে না আর
মনটা হচ্ছে ফিকে।।

স্টেশন মাস্টার বলবে না
ট্রেন কত দুর,
ঢং ঢং করে বাজবে না যে
বাজতো যা মধুর।।

এই স্টেশনে কত যে যাত্রী
করতো উঠানামা,
তাদের জন্য এই স্টেশনটা
হবে যে অচেনা।।

স্টেশনের ছিল যে জৌলুশ
গমগম করতো স্টেশন,
বিবিধ মালের উঠানামায়
ভরে উঠতো মন।।

সেই স্টেশনটা বন্ধ হওয়ায়
মনটা ভারাক্রান্ত,
আমি তো পারি না থাকতে
সত্যিকারে শান্ত।।

কতৃপক্ষের নিকটে আমার
বিনীত নিবেদন,
স্টেশনটা আবার করুন চালু
সুন্দর হউক ভ্রমন।।

আরো পড়ুন: জেগে উঠা অভিমান । আশিকুজ্জামান জুয়েল

Check Also

আমাদের গ্রাম

আমাদের গ্রাম – কৌশিক দাস

Spread the loveআমাদের গ্রাম চলে আঁকেবাঁকে দুই ধারে গাছ মাটি ধরে রাখে। মাঠে মাঠে ধান, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *