স্বাস্থ্য অধিদপ্তর আউটসোর্সিং 765 জনবল নিয়োগ

Spread the love

স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । উক্ত প্রতিষ্ঠানে মোট ৭৬৫টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবে।

প্রতিষ্ঠানের নামঃ স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

পদের নাম:
১। মেডিকেল অফিসার – ১৩টি
২। ল্যাব কনসালট্যান্ট – ২৭টি
৩। নার্স – ১৫০টি
৪। ডিজিএইচএস সাপোর্ট স্টাফ – ০১টি
৫। মেডিকেল টেকনোলজিস্ট – ১০৮টি
৬। কম্পিউটার/ডাটা অপারেটর – ০২টি
৭। ল্যাব এ্যাটেনডেন্ট – ৫৪টি
৮। আয়া – ১০৮টি
৯। ওয়ার্ড বয় – ১০৮টি
১০। ক্লিনার – ১৯৪টি

স্বাস্থ্য অধিদপ্তর

বেতন ও গ্রেড বিজ্ঞপ্তি অনুযায়ী
বয়সঃ (২১ জুলাই ২০২২ ইং হিসেবে ১৮ থেকে ৬০ বছর।

শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তিতে পদের পাশে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে।
অভিজ্ঞতাঃ অভিজ্ঞ ব্যাক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের সংখ্যাঃ মোট ৭৬৫ টি
বেতনঃ বিজ্ঞপ্তির পদ অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তি অনুযায়ী
অন্যান্য অভিজ্ঞতাঃ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন >> বাগধারা কাকে বলে? ২০০টি বাগধারা

Google Newsবিস্তারিত জানতে Google News অনুসরণ করুন

 

Online এ আবেদন শুরুর সময়ঃ ৩০ জুন ২০২২ ইং
Online এ আবেদন শেষের সময়ঃ ২১ জুলাই ২০২২ ইং
পরিক্ষার ফিঃ পরীক্ষা ফি সকল পদের জন্য সর্বমোট ৫০০/- টাকা প্রদান করতে হবে।
পেমেন্ট প্রদানের শেষ তারিখঃ আবেদনের ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট প্রদান করতে হবে।

প্রবেশ পত্র অনলাইন থেকে ডাউনলোড করে রঙ্গিন প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

আবেদনের মাধ্যমঃ সম্পুর্ণ Online এর মাধ্যমে
অফিশিয়াল http://dghserpp.teletalk.com.bd

প্রতিষ্ঠানের আবেদনের ঠিকানাঃ স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
নিয়োগ বিজ্ঞপ্তির সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন 30 জুলাই 2022 ইং তারিখে
টিকাঃ মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত, অনলাইনের আবেদন এবং ছবি সহ উপস্থিত হবে হবে।

আরও পড়ুন >> ইউটিউব YouTube থেকে আয়ের সহজ উপায়

 

প্রেমের ছন্দঃ

“যদি বলো আমায় মনে পরে কতবার?
বলবো, আমার চোখের পাপড়ি নড়ে যতবার!
যদি বলো আমায় ভালবাসো কত?
আমি বলবো, ওই আকাশে তাঁরা আছে যত!”

Check Also

এইচ এস সি পাসেই চাকরি

এইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা

Spread the loveএইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা। উক্ত সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *