স্থাপত্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

০১। পদের নাম: ৩ডি এনিমেটর ০৩জন
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড হইতে ৪(চার) বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন আর্কিটেকচার।
বেতন স্কেল ও গ্রেড:(গ্রেড-১১)১২৫০০-৩০২৩০/-

০২। পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার গ্রেড ২) ০২জন।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড হইতে স্থাপতে অন্যূন ডিপ্লোমা
বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১২) ১১৩০০-২৭৩০০/-

০৩। পদের নাম: সিঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ০১জন
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুনি শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক সমমানের ডিগ্রি
বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/-

০৪। পদের নাম: কেয়ারটেকার ০১জন
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্য স্নাতক বা সমমানের ডিগ্রি
বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/-

০৫। পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার) ১৪ জন
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা স্বীকৃত শিক্ষাবোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট অথবা সমমানের পরীক্ষায় ২য় বিভাগ বা সমমানের জিপিএসহ উত্তীর্ণসহ কোন অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ২(দুই) বৎসর মেয়াদী সিভিল/আর্কিটেকচার/বিল্ডিং ড্রাফটিং সার্টিকেটসহ ডিপ্লোমা ডিগ্রি
বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড ১৪) ৯৭০০-২৩৪৯০/-

০৬। পদের নাম: অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ০৮ জন
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইত অন্যূন ২য় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/-

০৭। ০১। পদের নাম: সহকারী মডেল মেকার ০৩জন
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ,
বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১৮) ৮৮০০-২১৩১০/-

০৮। | সহকারী প্রিন্টার ০১জন |
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১৯) ৮৫০০-২০৫৭০/-

০৯। ০১। পদের নাম: ইলেকট্রিশিয়ান ০২জন
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড হইতে ইলেকট্রিক্যাল বিষয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ
বেতন স্কেল ও গ্রেড:। (গ্রেড-১৯)৮৫০০-২০৫৭০/-

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

১০। পদের নাম: প্লাম্বার ০১ জন
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড হইতে প্লাম্বীং বিষয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ
বেতন স্কেল ও গ্রেড:। (গ্রেড-১৯)৮৫০০-২০৫৭০/-

১১। পদের নাম: কার্পেন্টার ০১জন
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড হইতে কার্পেন্টার বিষয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ
বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১৯)৮৫০০-২০৫৭০/-

১২। পদের নাম: বুকবাইন্ডার ০১জন
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড হইতে কার্পেন্টার বিষয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ
বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-২০)৮২৫০-২০০১০/-

আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে

স্থাপত্য অধিদপ্তর

শর্তাবলী

আবেদনকারীকে (তিন) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা/নাগরিকত্ব সনদ (নিজ নিজ এলাকার ওয়ার্ড কাউন্সিলর/পৌর মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত) ইত্যাদির সত্যায়িত ফটোকপি (অবশ্যই সতায়নকারী ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নামযুক্ত সীলমোহর থাকতে হবে) এবং মুক্তিযোদ্ধা সনদসহ (প্রযোজ্য ক্ষেত্রে) সংযুক্ত নির্ধারিত চাকরির ফরমে “প্রধান স্থপতি, স্থাপত্য অধিদপ্তর, স্থাপত্য ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০” এর বরাবরে প্রার্থী কর্তৃক স্বাক্ষরিত দরখাস্ত আগামী ৩১-০৩-২০২০ খ্রিঃ (মঙ্গলবার) এর

মধ্যে অফিস চলাকালীন স্থাপত্য অধিদপ্তরে পৌঁছাতে হবে। আবেদনকারীর বয়স আগামী ০১-০৩-২০২০ খ্রিঃ তারিখে ১৮ হতে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। ক্রমিক নং-০১ থেকে ০৬ পর্যন্ত পদের প্রার্থীগণ ১০০/- (একশত) টাকার এবং ক্রমিক নং-০৭ ও ১২ পদের প্রার্থীগণ ৫০/-(পঞ্চাশ) টাকার ট্রেজারী চালান| কোড নং-১-৩২৫২-০০০০-২০৩১” এর অনুকূলে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা করে ট্রেজারী চালানের মূল কপি আবেদন পত্রের সাথে সংযুক্ত  করতে হবে। বিজ্ঞপ্তি এবং আবেদন পত্রের ফরম স্থাপত্য অধিদপ্তরের ওয়েব সাইটে (www.architecture,voy.bd) পাওয়া যাবে।

 

Check Also

জেলা প্রশাসক

জেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveজেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *