সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিট সেতু নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

সােসাল এডভান্সমেন্ট প্রু ইউনিটি-সেতু (পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক ও দাতা প্রতিষ্ঠান এর অর্থায়নে পরিচালিত) এর মাঠ পর্যায়ে টাংগাইল, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় সমন্বিত উন্নয়ন ও ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জরুরী ভিত্তিতে নিম্নে বর্ণিত পদ ও শর্ত সাপেক্ষে বেশ কিছুসংখ্যক উন্নয়ন কর্মী নিয়ােগ করা হবে।
বর্ণিত পদে নিয়ােগ পেতে আগ্রহী, সৎ, উদ্যমী, পরিশ্রমী পুরুষ/মহিলা প্রার্থীদের নিকট থেকে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।

০১। এরিয়া ম্যানেজার -১০টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাশ, প্রার্থীকে মােটর সাইকেল চালনায় সম্মত ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন: শিক্ষানবিশকালীণ ২৯,৩৯৬/-টাকা
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর অথবা সমপদে ২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞাতা ও কম্পিউটার অপারেশন (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে)।

০২। শাখা ব্যবস্থাপক -২০টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাশ, প্রার্থীকে মােটর সাইকেল চালনায় সম্মত ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন: শিক্ষানবিশকালীণ ২৭,৩৮৫/-টাকা
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর অথবা সমপদে ২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞাতা ও কম্পিউটার অপারেশন (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে)।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

Offer View >> স্যামসাং হ্যান্ডসেট কিনলেই রবি দিচ্ছে আকর্ষণীয় অফার

সেতু

০৩। ক্রেডিট অফিসার – ১০০টি
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাশ
বেতন: শিক্ষানবিশকালীণ ১৫,২৬৯/-টাকা
অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নেই।

শর্তাবলী:
১. প্রার্থীকে আবেদন পত্র স্ব-হস্তে লিখতে হবে।
২. আবেদনপত্রের সঙ্গে সদ্যতােলা দুই কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি।
৩. সকল শিক্ষাগত যােগ্যতার সনদ পত্রের অনুলিপি।
৪. শিক্ষানবিশকাল ৬ (ছয়) মাস।
৫. নির্বাচিত প্রার্থীকে ১নং পদের জন্য জামানত বাবদ এককালীণ ২০,০০০/- (বিশ হাজার) টাকা,
এবং ২নং পদের জন্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা এবং ৩নং পদ প্রার্থীদের ১০,০০০/-(দশ হাজার) টাকা
৬. প্রার্থীকে সােনালী ব্যাংক লিমিটেড এর যে কোন শাখা হতে পরীক্ষার ফি বাবদ ২০০/-(দুইশত) টাকা
৭. পরীক্ষা ফি পাঠানোর ঠিকানা: “সােসাল এডভান্সমেন্ট প্রু ইউনিটি-সেতু, চলতি হিসাব নং-৬০২৬০০১০০১৩৪৪,
সােনালী ব্যাংক লিমিটেড, টাংগাইল বাজার শাখা, টাংগাইল
৮. আগামী ২০/০৪/২০২০খ্রিঃ তারিখের মধ্যে ডাকযােগে/হাতে হাতে অফিস চলাকালীন সময়ে সহকারী পরিচালক (মানব সম্পদ) বরাবরে
সােসাল এডভান্সমেন্ট প্রু ইউনিটি-সেতু, প্রধানকার্যালয়, প্লট-৯১, ব্লক-২, রােড-১২, টাংগাইল হাউজিং এস্টেট, পশ্চিম আকুর টাকুর পাড়া, টাংগাইল এই ঠিকানায় আবেদন পত্র পৌছাতে হবে।

Loading spinner

Check Also

এইচ এস সি পাসেই চাকরি

এইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা

Spread the loveএইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা। উক্ত সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *