সিনিয়র একাউন্টস ক্লার্ক পদে ১৪ জন অডিট ভবনে নিয়োগ

Spread the love

অর্থ বিভাগ,অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ কম্পট্রলার এন্ড অডিটর জেনারেলের কার্যালয়ের(অডিট ভবন) অধীনে পরিবহন অডিট অধিদপ্তরে এ নিয়োগ।জাতীয় বেতন স্কেল এর ভিত্তিতে স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেয়া হবে।

অনলাইনে আবেদন শুরুঃ ২০/০২/২০২০
আবেদনের শেষ তারিখঃ ১৯/০৩/২০২০

১।পদের নামঃ সিনিয়র একাউন্টস ক্লার্ক
বেতনঃ ১১৩০০-২৭৩০০/- (গ্রেড-১২)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমান
পদের সংখ্যাঃ ১৪ টি

বয়সঃ আবেদনকারির বয়স ০১/০২/২০২০ পর্যন্ত ১৮-৩০ এর মধ্যে হতে হবে।
মুক্তিযোদ্ধাদের পুত্র-সন্তানদের জন্য ১৮-৩২ বছর গ্রহণযোগ্য।
বয়স প্রমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

অনলাইনে আবেদন করতে নিচের লিঙ্কে প্রবেশ করুনঃ

আরও বিস্তারিত নিচের সার্কুলারেঃ

অন্যান্য তথ্যসমূহঃ
১।সকল আবেদনকারীর বয়স ১৮-৩০ এর মধ্যে থাকতে হবে।
২।চাকরিরত আবেদনকারিদের অবশ্যই স্ব স্ব প্রতিষ্ঠানের অনুমতিপত্র নিয়ে আবেদন করতে হবে
৩।লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোন ডিএ/টিএ দেয়া হবে না
৪।আবেদন ফি ১১২ টাকা sms এর মাধ্যমে প্রদান করতে হবে।
৫।প্রবেশপত্র দেয়ার তারিখ sms এর মাধ্যমে জানানো হবে।
৬। কতৃপক্ষ পদের সংখ্যা কমাতে/বাড়াতে বা নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/সংসধন করার অধিকার রাখে।

Loading spinner

Check Also

ভূমি মন্ত্রণালয়

ভূমি মন্ত্রণালয় প্রশাসন-১ শাখায় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveভূমি মন্ত্রণালয় প্রশাসন-১ শাখায় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখায় স্থায়ী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *