সিনিয়র অফিসার ৭৭১টি পদে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ও কর্মসংস্থান ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে নিম্নে বর্ণিত সংখ্যক শূন্য পদসমূহ চাকরির বিজ্ঞপ্তি।
পদের নাম: সিনিয়র অফিসার
মোট পদ সংখ্যা: ৭৭১টি
সোনালী ব্যাংক লিমিটেড -২৬৪ টি
রূপালী ব্যাংক লিমিটেড -২১১টি
জনতা ব্যাংক লিমিটেড -১৩৯টি
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক -১১৩টি
বাংলাদেশ হাউসবিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন -০৮টি
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ -৩০টি
কর্মসংস্থান ব্যাংক -০৬টি।
আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে
বেতন জাতীয় বেতন স্কেল: ২২০০০-২৩১০০-২৪২৬০ – ৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ স্কেল
শিক্ষাগত:
ক) স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান)/সমমান যোগ্যতা ডিগ্রি থাকতে হবে।
খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২(দুই) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।

 আমি বাংলার কথা বলি
 আমি বাংলার কথা বলি
				
