১। পদের নাম: সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল)
পদ সংখ্যা ১৮টি
শিক্ষাগত যোগ্যতা:
ক) স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল (সিভিল) বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে ।
খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২ (দুই)টিতে প্রথম বিভাগ/শ্রেণী থাকতে হব । গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।
গ) কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
বয়স (০১/০৭/২০১৯ তারিখে): ক) মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
খ) মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০টাকা তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
শর্তাবলী:
১. আবেদনপত্র পূরণ ও ফি প্রদানের শেষ তারিখ ও সময় : ২৪/০২/২০২০ তারিখ, রাত ১১.৫৯টা।
২. Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময় : ২৬/০২/২০২০ তারিখ, রাত ১১.৫৯টা।
৩. আবেদন ফি এর পরিমাণ : পরীক্ষার ফি অফেরতযােগ্য টা ২০০/- (টাকা দুইশত মাত্র) যা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর Payment Gateway রকেট এর মাধ্যমে প্রদান করতে
হবে। আবেদন পদ্ধতি : ক, Online Application Form : শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd)-এর Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে ।
আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে
Offer View >> স্যামসাং হ্যান্ডসেট কিনলেই রবি দিচ্ছে আকর্ষণীয় অফার