ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ২০১৯ সাল ভিত্তিক সিনিয়র অফিসার (সাধারণ) এর ৮৬৮টি শূন্য পদে প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়ােগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।
পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)
পদ সংখ্যা: মোট ৮৬৮টি
ক্রমনুসারে: সােনালী ব্যাংক লিঃ-এ ২৩৭টি,
জনতা ব্যাংক লিঃ-এ ৪৪০টি,
রূপালী ব্যাংক লিঃ-এ ৭৭টি,
বাংলাদেশ কৃষি ব্যাংক-এ ৯টি,
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ-এ ৩৪টি,
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ ৩২টি,
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক-এ ২৪টি
এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন-এ ১৫টি।
বেতন স্কেল-২০১৫: টাকা ২২০০০-২৩১০০-২৪২৬০… … -৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
শিক্ষাগত যােগ্যতা :
(ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রী।
(খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২ (দুই) টিতে প্রথম বিভাগ/ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা প্রযােজ্য হবে।
(গ) কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযােগ্য হবে না।
আবেদন পদ্ধতি:
Online Application Form: কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd
আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময়:
৩১/০৩/২০২১ তারিখ, রাত ১১.৫৯টা। Verify Payment (Prepaid পদ্ধতি) এবং Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময় : ০8/08/২০২১ তারিখ, রাত ১১.৫৯টা।
আবেদন ফি: অফেরতযােগ্য টা:
২০০/-(টাকা দুইশত মাত্র) যা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর Payment Gateway ‘রকেট এর মাধ্যমে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট একাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে।