সিটি গ্রুপ ও আরবাব গ্রুপে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
জরুরী ভিত্তিতে আরবাব গ্রুপের” এ এ এনটি কসমেটিকস লিঃ এ নিম্নোক্ত পদে নিয়োগ করা হবে :

০১। পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার (আর.এস.এম) ০৩জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বি.কম/এম.কম/বিবিএ/এমবিএ, অভিজ্ঞতা : FMCG সেলস এ ৫-১০ বছরের বাস্তব অভিজ্ঞতা। কম্পিউটার ও সকল ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যমে (যেমন Whtsapp) রিপোটিং এ পারদর্শী হতে হবে।
বয়স: ৩০-৪০বছর।
বেতন ও অন্যান্য সুবিধাদিঃ কোম্পানীর নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন।

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

০২। পদের নাম: সেলস অফিসার রিপ্রেজেন্টেটিভ (এস.ও/এস.আর)২০জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/এইচএসসি/ডিগ্রী, বয়স: ২০-৩০, FMCG সেলস এ -১ বছরের বাস্তব অভিজ্ঞতা। নরসিংদী, বরিশাল, চট্রগ্রাম,গাজীপুর, ঝিনাইদহ, ঝালকাঠি, ফেনী, পটুয়াখালী, ফরিদপুর,রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, রংপুর জেলার জন্য।
বেতন ও অন্যান্য সুবিধাদিঃ কোম্পানীর নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন।

আরবাব গ্রুপ

যোগাযোগ, আরবাব গ্রুপ, শিমরাইল, ডেমরা রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ। পূর্ণ জীবন বৃত্তান্ত সহ উপরোল্লিখিত ঠিকানায় অফিস চলাকালীন সময়ে (সকাল: ৯:০০ ঘটিকা হইতে বিকাল ৫:০০ ঘটিকা) সরাসরি যোগাযোগ করতে বলা হচ্ছে। এছাড়াও ডাকযোগে/কুরিয়ারে সিভি পাঠানো যাবে।
ঠিকানা : মহাব্যবস্থাপক, মানব সম্পদ, আরবাব গ্রুপ, শিমরাইল, ডেমরা রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ। ই-মেইল : kibria_hr@arbabgroup.com মোবাইল : ০১৭৪৩৪৩১০৫৪, ০১৭৩৪৪০৭৯৯০

সিটি গ্রুপ  নিয়োগ বিজ্ঞপ্তি

সিটি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি

আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে

Check Also

গণপূর্ত অধিদপ্তরে অফিস সহায়ক

গণপূর্ত অধিদপ্তরে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও মালি পদে চাকরি

Spread the loveগণপূর্ত অধিদপ্তরে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও মালি পদে চাকরি ২০২৫ বাংলাদেশ গণপূর্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *