সিটি গ্রুপ ও আরবাব গ্রুপে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
জরুরী ভিত্তিতে আরবাব গ্রুপের” এ এ এনটি কসমেটিকস লিঃ এ নিম্নোক্ত পদে নিয়োগ করা হবে :

০১। পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার (আর.এস.এম) ০৩জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বি.কম/এম.কম/বিবিএ/এমবিএ, অভিজ্ঞতা : FMCG সেলস এ ৫-১০ বছরের বাস্তব অভিজ্ঞতা। কম্পিউটার ও সকল ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যমে (যেমন Whtsapp) রিপোটিং এ পারদর্শী হতে হবে।
বয়স: ৩০-৪০বছর।
বেতন ও অন্যান্য সুবিধাদিঃ কোম্পানীর নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন।

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

০২। পদের নাম: সেলস অফিসার রিপ্রেজেন্টেটিভ (এস.ও/এস.আর)২০জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/এইচএসসি/ডিগ্রী, বয়স: ২০-৩০, FMCG সেলস এ -১ বছরের বাস্তব অভিজ্ঞতা। নরসিংদী, বরিশাল, চট্রগ্রাম,গাজীপুর, ঝিনাইদহ, ঝালকাঠি, ফেনী, পটুয়াখালী, ফরিদপুর,রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, রংপুর জেলার জন্য।
বেতন ও অন্যান্য সুবিধাদিঃ কোম্পানীর নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন।

আরবাব গ্রুপ

যোগাযোগ, আরবাব গ্রুপ, শিমরাইল, ডেমরা রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ। পূর্ণ জীবন বৃত্তান্ত সহ উপরোল্লিখিত ঠিকানায় অফিস চলাকালীন সময়ে (সকাল: ৯:০০ ঘটিকা হইতে বিকাল ৫:০০ ঘটিকা) সরাসরি যোগাযোগ করতে বলা হচ্ছে। এছাড়াও ডাকযোগে/কুরিয়ারে সিভি পাঠানো যাবে।
ঠিকানা : মহাব্যবস্থাপক, মানব সম্পদ, আরবাব গ্রুপ, শিমরাইল, ডেমরা রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ। ই-মেইল : kibria_hr@arbabgroup.com মোবাইল : ০১৭৪৩৪৩১০৫৪, ০১৭৩৪৪০৭৯৯০

সিটি গ্রুপ  নিয়োগ বিজ্ঞপ্তি

সিটি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি

আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *