পদের নাম: প্রদর্শক জীববিজ্ঞান
পদের সংখ্যা: ১ জন
বেতন গ্রেড: ১০
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: বিজ্ঞান শাখায় স্নাতকোত্তর।
পদের নাম: সহকারী শিক্ষক (পদার্থ বিজ্ঞান, গণিত (ইংরেজী ভার্সন), ইসলাম ও নৈতিক শিক্ষা)
পদের সংখ্যা: সকল বিষয়ে ১জন।
বেতন গ্রেড: বিএডসহ ১০ এবং বিএড ছাড়া ১১।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর/কামিল/বিএড
পদের নাম: খন্ডকালীন মেডিকেল অফিসার (মহিলা)
পদের সংখ্যা: ১জন
বেতন গ্রেড: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: এমবিবিএস
আরও পড়ুন>> Top 5 Best New Wireless Webcam for PC
আরও পড়ুন>>রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: অধ্যক্ষের পিএ
পদের সংখ্যা: ১জন
বেতন গ্রেড: ১২
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: স্নাতক পাস (সামরিক বাহিনীর সদস্যদের অগ্রাধিকার)
পদের নাম: খন্ডকালীন নার্স (মহিলা)
পদের সংখ্যা: ১ জন
বেতন গ্রেড: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: নার্সিং ডিপ্লোমা
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ১ জন
বেতন গ্রেড: ১১
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে ন্যূনতম ৩ বছরের ডিপ্লোমা
এছাড়াও জেনারেটর অপারেটর-১জন, করণিক-১জন, ইলেকট্রিশিয়ান-১জন, ল্যাব সহকারী-১জন, বাসের হেলপার-১জন, এমএলএসএস (গার্ড)-১জন, সুইপার (মহিলা)-১জন। বিস্তারিত চাকুরীর বিজ্ঞপ্তি দেখুন।
আবেদনের নিয়ম: পার্সপোট ফরম সাইজের ২কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি ও মোবাইল নম্বরসহ আবেদনত্র অধ্যক্ষ ও সদস্য সচিব বরাবর ১৫ মার্চ ২০১৯ তারিখের মাধ্যে principalscpse@gmail.com এই মেইলে পাঠাতে হবে। পরীক্ষার সময় মূল কাগজপত্র সঙ্গে আনতে হবে। ৫০০/- টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে আনতে হবে।