সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) নিয়োগ

Spread the love

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত নালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এ সমন্বিতভাবে ‘সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)’ এর নিম্নবর্ণিত সংখ্যক শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের উদ্দেশ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

১। পদের নাম: সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
পদ সংখ্যা: সোনালী ব্যাংকে -০২টি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-০৪টি
বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১০ম গ্রেড অনুসারে (বেতন স্কেল ১৬,০০০/- ৩৮,৬৪০/-টাকা
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ২য় শ্রেণী বা বিভাগে ডিপ্লোমা-ইনইঞ্জিনিয়ারিং (সিভিল)।
অভিজ্ঞতা: বিজ্ঞপ্তি অনুযায়ী।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

Offer View >> স্যামসাং হ্যান্ডসেট কিনলেই রবি দিচ্ছে আকর্ষণীয় অফার

সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) নিয়োগ । সোনালী ব্যাংক ও হাউস বিল্ডিং ব্যাংকে

আবেদনের শেষ তারিখ: 16 March 2020 ইং রাত ১২.00টা।

Tacking Page সংগ্রহের শেষ তারিখ: 18 March 2020 ইং রাত ১২.00টা

পরীক্ষা ফি: ২০০/-টাকা (ডাচ বাংলা লিমিটেড মাধ্যমে Payment রকেট মাধ্যমে)

আবেদনের ঠিকানা: https://erecruitment.bb.org.bd
ক. Online Application Form শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd)-এর Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
Online এ আবেদন দাখিলের সময় ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে।

খ. প্রার্থীর বিবরণ : প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এসএসসি অথবা সমমানের সনদে যেভাবে লেখা আছে Online আবেদনে ঠিক সেভাবে লিখতে হবে।
গ. প্রার্থীর স্থায়ী ঠিকানা: প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত ।

Check Also

এইচ এস সি পাসেই চাকরি

এইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা

Spread the loveএইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা। উক্ত সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *