সাধারণ জ্ঞানের প্রশ্নবলী বাংলাদেশ

Spread the love

Table of Contents

বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার— স্বাধীনতা পুরস্কার।
সরকার ঘােষিত দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম অবস্থিত—হাইল হাওড়।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ–ভারত।
বালিশিরা ভ্যালী অবস্থিত- মৌলভীবাজার।
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন-ক্যাপ্টেন এম মনসুর আলী।
বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক— আব্দুর রউফ।
ঐতিহাসিক পানাম নগর অবস্থিত- সােনারগাঁ ।
ঢাকায় বাংলার প্রথম রাজধানী স্থাপিত হয়- ১৬১০ সালে।
হাইটেক পার্ক অবস্থিত – কালিয়াকৈর, গাজীপুর।
বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরূপ যে ভূতাত্ত্বিক যুগের—টারশিয়ারি যুগের।

আরও পড়ুন >> নামাজের ভুল সমুহ । জামাতে নামাজ পড়ার নিয়ম

বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর—৩টি।
দোয়েল চত্বর ভাস্কর্যের স্থপতি- আজিজুল জলিল পাশা।
বিশ্ববিখ্যাত গ্রান্ড ট্রাঙ্ক রােডটি বাংলাদেশের যে এলাকা থেকে শুরু হয়েছে— নারায়ণগঞ্জ জেলার সােনারগাঁ।
বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে— মৌলভীবাজার।
বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার এ বর্ণিত হয়েছে- ৩য় ভাগে।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যে ধরনের সংস্থা -সাংবিধানিক সংস্থা।
একনুেক (ECNEC)-এর চেয়ারম্যান প্রধানমন্ত্রী।
বাংলা সনের প্রবর্তক- সম্রাট আকবর।
জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান—৮ম।
বাংলাদেশের মসলা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত—বগুড়া।
জাতিসংঘ সদ্র আইন স্বাক্ষরিত হয়—১৯৮২ সালে।
হােয়াংহাে নদীর উৎপত্তি স্থল—কুয়েনলুন পর্বত।
মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা- সনােরা লাইন।
যে দেশের মহিলারা সর্বপ্রথম ভােটাধিকার লাভ করেন— নিউজিল্যান্ড।
অক্সফাম (Oxfam)-এর সদর দপ্তর অবস্থিত—লন্ডন।
‘চির শান্তির শহর’ নামে পরিচিত— রােম, ইতালি।
সুইডেনের মুদ্রার নাম -ক্রোনা।
ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়— হােয়াইট হল
২০১৯ সালে শান্তিতে নােবেল পুরস্কার লাভ করেন- আবি আহমেদ আলী।
জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ-ইন্দোনেশিয়া।

আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে

মিয়ানমারের রাজধানীর নাম-নাইপিদো।
হাে চি মিন যে দেশের বিপ্লবী নেতা ছিলেন—ভিয়েতনাম।
এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) বর্তমান প্রেসিডেন্ট- মাসাতসুপ্ত আসাকাওয়া, জাপান।
বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রুট’-এর প্রবক্তা দেশ—চীন।
ফকেটিং (Folketing) যে দেশের- আইনসভা ডেনমার্ক।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়- ১৬০০ সালে।
সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয়— ডেনমার্কে।
পৃথিবীর বৃহত্তম নদী—আমাজান।
জাপান ও রাশিয়ার মধ্যকার বিরােধপূর্ণ দ্বীপটির নাম-কুড়িল দ্বীপপুঞ্জ।
ইসরাইল রাষ্ট্রের জন্ম হয়—১৯৪৮ সালে।
জুলিও কুরী একজন বিশ্ববিখ্যাত- বৈজ্ঞানিক।
খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম—কোর্ট অব আরবিট্রেশন।
যুক্তরাষ্ট্র লুইজিয়ানা রাজ্যটি কিনে নেয়—ফ্রান্স থেকে।
রাসায়নিক অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়— ১৯৯৩ সালে।
ব্ল্যাক ক্যাট’ যে দেশের কমান্ডাে বাহিনী— ভারত।
ইউরােপে রেনেসা শুরু হয়—চতুর্দশ শতাব্দীতে।
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত—টোকিও, জাপান।
Loading spinner

Check Also

অল্প বিদ্যা ভয়ংকর

অল্প বিদ্যা ভয়ংকর ।। ভাবসম্প্রসারণ ।। ZohaBD

Spread the love অল্প বিদ্যা ভয়ংকর বিদ্যা মানুষের জীবনের আলো। বিদ্যা যত বেশি অর্জন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *