সহজে ও সংক্ষিপ্তভাবে Tense বুঝার কৌশল

Spread the love

সহজে ও সংক্ষিপ্তভাবে Tense

Tense কত প্রকার – সঠিকভাবে ইংরেজি লেখার ও বুঝার প্রধান শর্ত হল Tense, কোন কাজ সম্পাদনের সময় বা কালকে Tense বলা হয়। বাক্য গঠন,পরিবর্তন বা সংযোজন সকল ক্ষেত্রেই এর প্রয়োজন অতীব।Tense কে ইংরেজি ভাষার প্রান বলা হয়।Tense শব্দের বাংলা অর্থ হল কাল।

Tense কে প্রধানত ৩ ভাগে ভাগ করা যায় :
1.The Present Tense
2.The past Tense
3.The Future Tense

কাজের সময়কে আরও স্পষ্টভাবে বুঝার জন্য প্রত্যেক প্রকার Tense কে আবার ৪ ভাগে ভাগ করা হয়।
A) Indefinite/ Simple
B) Continuous
C) Perfect
D) Perfect Continuous

Present:

* Present Indefinite Tense
* Present Continuous Tense
* Present Perfect Tense
* Present Perfect Continuous Tense

Past:

Past Indefinite Tense
Past Continuous Tense
Past perfect Tense
Past Perfect Continuous Tense

Future:

– Future Indefinite Tense
– Future Continuous Tense
– Future Perfect Tense
– Future Perfect Continuous Tense

আরো পড়তে : বাংলাদেশ বিষয়াবলীর উপর গুরুত্বপূর্ণ Abbreviation

1.Present Tense: আমরা উপরেই দেখেছি Present Tense এর ৪টি রূপ।

a)Present indefinite Tense: যে এর দ্বারা বর্তমানে কোন কাজ করা,অভ্যাস বা চিরন্তন সত্য বুঝায় তাকে Present indefinite Tense বলে।

Structure:
Subject +মূল verb এর Present Form + Object
He reads a book.

b)Present Continuous Tense: যে এর দ্বারা কোন কাজ চলিতেছে বুঝায় তাকে Present continuous tense

Structure:
Subject + be verb(am/is/are) + verbএর সাথে ing + Objective
He is reading a book

c)Present perfect tense: যে tense এর মাধ্যমে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এমন অর্থ প্রকাশ করে তাকে present perfect tense বলে।

Structure :
Subject + have/has + verbএর past participle + object
He has gone to school

d)Present perfect continuous tense: যে tense এর দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলতেছে বুঝায় তাকে Present perfect continuous tense বলে।

Structure:
Subject + have been/has been + verb এর সাথে ing + object
He has been reading for two hour

2.Past Tense: আমরা উপরেই দেখেছি Past Tense এর ৪টি রূপ রয়েছে.

a)Past Indefinite Tense: অতিতে কোন কাজ করা হয়েছিল কিন্তু বর্তমানে তার কোন ফল বিদ্যমান নেই এমন প্রকাশ করলে তাকে Past Indefinite Tense বলে।

Structure:
Subject + verb এর past form + Extension
I went to school

b)Past Continuous Tense: verb এর কোন কাজ অতিতে কিছু সময় ধরে চলছিলো বুঝালে Past continuous tense

Structure:
Subject + Was/Were + verb এর present form+ing +Extension
I was reading a book

c)Past Perfect Tense: অতিতকালের ২টি কাজের মধ্যে যা অপেক্ষাকৃত পূর্বে সম্পুন্ন হয়েছিল তাকে Past perfect tense বলে।

Structure:
Subject + Had + verb এর Past participle
I had done the work

d)Past perfect continuous tense: অতিতকালের ঘটা ২টি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি দীর্ঘ সময় ধরে চলছিলো বুঝালে Past perfect continuous tense হয় .

Structure:
Subject + Had been + verb এর সাথে ing + Extension
I had been reading for two hours

 

3.Future Tense: আমরা উপরেই দেখেছি future Tense এর ৪টি রূপ রয়েছে.

a)Future Indefinite Tense: কোন কাজ ভবিষ্যতে সংঘটিত হবে এমন বুঝালে future indefinite tense হয়।

Structure:
Subject + Shall/Will + Verb এর present form + Extension
I shall do the work

b)Future Continuous Tense: ভবিষ্যৎকালে কোন কাজ সংঘটিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে বুঝালে হয়

Structure:
Subject + Will be /Shall be + verb এর present form সাথে ing + Extension
I shall be reading the book

c)Future Perfect Tense:  ভবিষ্যতে কোন নিদিষ্ট সময়ে কোন কাজ হয়ে থাকবে অথবা একটি কাজের পূর্বে অন্য কাজ সম্পুন্ন হবে বুঝালে যে কাজটি অপেক্ষাকৃত হবে তার Future perfect tense হয়।

Structure:
Subject + Shall have /Will have +verb এর Past Participle + Extension
I shall be finished reading the book by 2 pm.

d)Future perfect Continuous tense: ভবিষ্যৎকালের কোন কাজ নিদিষ্ট সময় শেষ হউয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে বুঝালে অথবা ২টি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে এমন বুঝালে Future perfect continuous tense হয়।

Structure:
Subject + Shall have been /Will have been + verb এর present formসাথে ing + Extension
I shall have been reading the book for two hours.

Yootech Wireless Charger Fast Wireless Charging Pad

Check Also

রোকেয়া সাখাওয়াত

রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা রচনা ও জীবনী 100

Spread the loveভূমিকা (রোকেয়া সাখাওয়াত হোসেন) : রোকেয়া সাখাওয়াত হোসেনকে বলা হয় বাংলার নারী জাগরণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *