সহকারী প্রােগ্রামার পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ

Spread the love

সহকারী প্রােগ্রামার পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে :

০১। পদের নাম: সহকারী প্রােগ্রামার
পদ সংখ্যা : ২০(বিশ)টি (কম/বেশী হতে পারে)।
বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ২২০০০-২৩১০০-২৪২৬০-২৫৪৮০-২৬৭৬০২৮১০০-২৯৫১০৩০৯৯০•৩২৫৪০৩৪১৭০ ৩৫৮৮০-৩৭৬৮০৩৯৫৭০-৪১৫৫০.৪৩৬৩০.৪৫৮২০-৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদি।

০২। শিক্ষাগত যােগ্যতা
ক) স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনােলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২(দুই)টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
গ) কোনাে পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযােগ্য হবে না।

বাংলাদেশ ব্যাংক

উক্ত পদে নিয়োগের জন্য সকল তথ্য বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইটে পাওয়া যাবে।

Loading spinner

Check Also

এইচ এস সি পাসেই চাকরি

এইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা

Spread the loveএইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা। উক্ত সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *