সহকারী প্রকৌশলী পদে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকুরী খবর

Spread the love

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিম্নেবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online এ আবেদন আহবান করা যাচ্ছে-

পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)
পদের সংখ্যা: ৩১
বেতন গ্রেড: ১০
বেতন স্কেল: ১০০০০-২৫০০০ টাকা পর্যন্ত

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পুরকৌশল, পানি, সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লিখিত বিষয়ে Associate Member of the Institute of Engineers of the Institute of Engineers (AMIE) এর সেকশনে এ/বি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে শর্ত থাকে যে, শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতা: কম্পিউটার প্রশিক্ষণ সনদ এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এবং M/S word, M/s Excel, PowerPoint সহ কম্পিউটারের পারদর্শ হতে হবে।

Online ফরম পুরণ করতে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: ০৪ এপ্রিল ২০১৯ ইং পর্যন্ত।

বয়স সীমা: ১৮ হতে ৩০ বছর পর্যন্ত
ফরম পুরণের নিয়ম: Online এ চাকুরীর ফরম পুরণ করতে হবে।

ঠিকানা: https://rms.bwdb.gov.bd/orms/

এই ঠিকানায় login করে সঠিক ভাবে Registration করতে হবে, Registration করার ২৪ ঘন্টার মধ্যে টাকা  Payment করতে হবে।

পরীক্ষার ফি: ৬০০/- (ছয়শত টাকা)

কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা কম বেশি করতে পারে এবং প্রয়োজনে যে কোন দরখাস্ত বাতিল করার ক্ষমতা রাখে।

আরো বিনোদন ও চাকুরীর খবর পেতে ভিজিট করুন

লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র: প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। নির্ধারিত সময়ের পর প্রার্থী তার User ID & Password ব্যবহার করে ছবি, রোল নম্বর, পরীক্ষার স্থান ও তারিখ সম্বলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র Admit Card ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে বাপাউবো’র ওয়েবসাইটে এবং দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। এছাড়াও যোগ্য প্রার্থীদেরকে SMS/e-mail এর মাধ্যমে Notification প্রদান করা হবে।

zohabd Jobs Circular

Check Also

Bangladesh Commerce Bank

Bangladesh Commerce Bank Probationary Officers

Spread the loveBangladesh Commerce Bank Limited (BCBL), a public limited company, currently has 50.41% of …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *