সলিড গ্রুপে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

সলিড গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান” সলিড ফিডস্ লিমিটেড ও সলিড ফ্লাওয়ার মিলস্ লিঃ যা অত্যন্ত সুপরিচিত এবং দ্রুত সম্প্রসারনশীল এগ্রোবেস ইন্ডাস্ট্রিতে নিম্মে উল্লেখিত পদের জন্য দক্ষজনবল নিয়োগ করা হইবে

১। পদের নাম: সেলস ম্যানেজার-০২জন।
যোগ্যতা: | মাষ্টার্স/ স্নাতক।
অভিজ্ঞতা: আটা,ময়দা,ও ভুষি বিক্রয় এর ০৫ বৎসর অভিজ্ঞতা সম্পন্ন।
ইউনিট কর্মস্থান: ফ্লাওয়ার মিলস ঢাকা।

২। পদের নাম: সেলস অফিসার-০৪জন ।
যোগ্যতা: মাষ্টার্স/ স্নাতক।
অভিজ্ঞতা: আটা,ময়দা,ও ভুষি বিক্রয় এর ০২ বৎসর অভিজ্ঞতা সম্পন্ন।
ইউনিট কর্মস্থান: ফ্লাওয়ার মিলস ঢাকা।

৩। পদের নাম: সিনিয়র টেকনিক্যাল অফিসার ০৪জন। .
যোগ্যতা: DVM/B Sc AH।
অভিজ্ঞতা: ০২ বৎসর অভিজ্ঞতা সম্পন্ন।
ইউনিট কর্মস্থান: ফিড মিল। ময়মনসিংহ,বগুড়া,নরসিংদী,কুমিল্লা,মুন্সিগঞ্জ,।

৪। পদের নাম:সিনিয়র সেলস এন্ড মার্কেটিং অফিসার ০৬জন।
যোগ্যতা: মাষ্টার্স/ স্নাতক।
অভিজ্ঞতা: ০৩ বৎসর অভিজ্ঞতা সম্পন্ন।
ইউনিট কর্মস্থান: ফিড মিল। নরসিংদী,যশোহর,মৌলভীবাজার,সিলেট,কুমিল্লা,রাজশাহী।

৫। পদের নাম: মার্কেটিং অফিসার ০৬জন।
যোগ্যতা: মাষ্টার্স/ স্নাতক।
অভিজ্ঞতা: ০২ বৎসর অভিজ্ঞতা সম্পন্ন।
ইউনিট কর্মস্থান: ফিড মিল।নরসিংদী,যশোহর,মৌলভীবাজার,সিলেট,কুমিল্লা,রাজশাহী।

৬। পদের নাম: কোয়ালিটি কন্ট্রোল অফিসার ২জন।
যোগ্যতা: DVM/B Sc AH।
অভিজ্ঞতা: ০৩ বৎসর অভিজ্ঞতা সম্পন্ন।
ইউনিট কর্মস্থান: ফিড মিল গাজীপুর ফ্যাক্টরী।

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

৭। পদের নাম: ল্যাব টেকনিশিয়ান ০১জন।
যোগ্যতা: বি.এস.সি।
অভিজ্ঞতা: ০২ বৎসর অভিজ্ঞতা সম্পন্ন।
ইউনিট কর্মস্থান: ফিড মিল গাজীপুর ফ্যাক্টরী।

সলিড গ্রুপ

শর্তাবলী:
আগ্রহী প্রার্থীদের আগামী ২৭/০২/২০২০ ইং তারিখের মধ্যে এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবিসহ পূর্ণাঙ্গ বায়োডাটা সহ নিম্নোক্ত ঠিকানায় পৌছাতে হবে। মানব সম্পদ বিভাগ বাড়ী নং #২৫, তৃতীয় তলা,রোড #0২, সেক্টর #০৩, উত্তরা মডেল টাউন ঢাকা ১২৩০। web:www.solidgroupbd.com
* সারাদেশে এজেন্ট নিয়োগ চলছে *

আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে

Check Also

হিসাব সহকারী

হিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি

Spread the loveহিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি প্রতিষ্ঠানঃ গণপূর্ত অধিদপ্তর (Public Works Department …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *