সমার্থক শব্দ কাকে বলে? ১০০টি সমার্থক শব্দ

Spread the love

সমার্থক শব্দ কাকে বলে?
একই শব্দের একই অর্থ প্রকাশক অন্যান্য যেসব শব্দ পাওয়া যায় তাদেরকে সমার্থক শব্দ বা প্রতিশব্দ বলে।
পৃথিবীর প্রত্যেকটি ভাষাতেই সমার্থক শব্দ আছে। বাংলা ভাষায় সমার্থক শব্দের পরিমাণ বেশি।
যেমন- চন্দ্র’ এ শব্দটির সমার্থক শব্দ হচ্ছে– চাদ, শশী, শশধর, সুধাকর, নিশাকর, বিধু, ইন্দু, নিশানাথ, নিশাপতি, শীতাংশু, সুধাংশু, হিমাংশু, হিমকর, চন্দ্রমা ইত্যাদি।

সমার্থক শব্দের প্রয়ােজনীয়তা :
বাংলা ভাষায় সমার্থক শব্দের প্রয়ােজনীয়তা অপরিসীম। যেমন –
ক. সমার্থক শব্দ ভাষাকে সমৃদ্ধ করে।
খ. সমার্থক শব্দ বক্তব্যকে আকর্ষণীয় করে।
গ. সমার্থক শব্দ মনের ভাব প্রকাশে সহায়ক।
ঘ, সমার্থক শব্দ ভাষাকে একঘেঁয়েমি থেকে মুক্তি দেয়।
ঙ. সমার্থক শব্দ কবিতার মাত্রা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

= ১০০টির বেশি সমার্থক শব্দ =

অগ্নি : অনল, আগুন, বহ্নি, পাবক, দহন, হতাশন, কৃশানু, বৈশ্বানর, সর্বভূক।
অন্ধকার : তিমির, আঁধার, তম, তমিস্রা, আঁধিয়ার, আন্ধার।
অশ্ব : ঘােটক, ঘােড়া, বাজী, হয়, তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম।
অর্থ : ধন, সম্পদ, দৌলত, ঐশ্বর্য, বিত্ত, বিভব, সম্পত্তি।
অতিশয় : অতীব, অত্যধিক, অতিমাত্রা, অত্যন্ত, অতি, সাতিশয় ।
অনঙ্গ : কামদেব, মদন, অতনু, রতিপতি, মনসিজ, মনােজ।
অপবাদ : অখ্যাতি, কুখ্যাতি, নিন্দা, বদনাম, অপযশ, কুযশ।
অশ্রু : চোখের জল, চোখের পানি।
অতিথি: মেহমান, অভ্যাগত, বুম।
আইন : বিধি, বিধান, রীতি।
আদেশ : নির্দেশ, আজ্ঞা, হুকুম, অনুজ্ঞা, অর্ডার ।
আনন্দ : পুলক, হর্ষ, সুখ, স্ফূর্তি, তৃপ্তি।
আকাশ : গগন, অম্বর , নভঃ, অন্তরীক্ষ, দ্যুলােক, আসমান।

আমন্ত্রণ : নিমন্ত্রণ, দাওয়াত, আহ্বান ।
আলাে : আলােক, দীপ্তি, প্রভা, জ্যোতি, কিরণ।
ইচ্ছা : সাধ, আকাক্ষা, স্পৃহা, কামনা, বাসনা, অভিপ্রায়।
ইদানিং : আজকাল, বর্তমান, সম্প্রতি, এখন, এখনকার।
ঈশ্বর : ভগবান, বিধাতা, নারায়ণ, জগদীশ, বিভু, স্রষ্টা, ঈশ।
ঈর্ষা : হিংসা, বিদ্বেষ, দ্বেষ, অসূয়া, পরশ্রীকাতরতা।
উজ্জ্বল : দীপ্ত, প্রদীপ্ত, দীপ্তিমান, আলােকিত, শােভমান।
ঐশ্বর্য : বিত্ত, বৈভব, ধন, সম্পত্তি, সম্পদ , বিভূতি।
কর্ণ : শুতিদ্বার ,শুতিপথ, কান, শ্রবণবিবর, শ্রবণেন্দ্রিয় ।
কপাল : ভাল, ললাট, ভাগ্য, অদৃষ্ট, নিয়তি। কবুতর পায়রা, কপােত।
কন্যা : তনয়া, মেয়ে, দুহিতা, আত্মজা, নন্দিনী।
কথা : বচন ,বাচ্য, উক্তি, কথন, ভাষ্য।
কলহ : কোন্দল, বিবাদ, ঝগড়া, বিরােধ, বিসংবাদ।
কিরণ : রশ্মি, আভা, অংশু, প্রভা।
কূল : তীর, কিনারা, তট, পাড়।
কেশ : চুল, কুন্তল, চিকুর, অলক ।।
কোকিল : পিক, পরভৃত, কলকণ্ঠ, অন্যপুষ্ট, পরপুষ্ট।
কলঙ্ক : অপবাদ, দুর্নাম, মালিন্য, দাগ, কেলেঙ্কারী।
খড়গ: কৃপাণ, তলােয়ার, অসি, তরবারি, শমসের, খঞ্জর!
খবর : সংবাদ, সমাচার, বার্তা, সন্দেশ, তথ্য।
খর : তীব্র, প্রখর, তীক্ষ, কর্কশ, শাণিত।
খাটি : আসল, অকৃত্রিম, নির্ভেজাল, প্রকৃত, বিশুদ্ধ, যথার্থ ।
খারাপ : মন্দ, নিকৃষ্ট, নােংরা, নষ্ট, কু।
খ্যাতি : প্রসিদ্ধি, যশ, প্রসার ।
খুব : প্রচুর , ঢের, অনেক, ভীষণ, প্রচণ্ড, অত্যন্ত ।
গৃহ : আলয়, নিলয়, ঘর, ভবন, সদন, আবাস, নিবাস, বাড়ি।
ঘােড়া : অশ্ব, ঘােটক, বাজী, তুরগ, তুরঙ্গ, হয়।
চন্দ্র : চাদ, শশী, ইন্দু, বিধু, শশধর, সুধাকর, সুধাংশু।
চক্ষু : আঁখি, অক্ষি, লােচ, নেত্র, চোখ, নয়ন।
চিত্র : আলেখ্য, ছবি, আলপনা, নকশা, প্রতিমূর্তি।
জল : সলিল, বারি, নীর, পানি, জীবন, অম্বু, অপ।
জনক : পিতা, বাবা, জন্মদাতা, পিতৃদেব, আব্বা।

জাতি : বংশ, গােত্র, গােষ্ঠী, জাত, কুল, বর্ণ।
ঝগড়া : কলহ, বিবাদ, কোন্দল, বিরােধ, বিসংবাদ।
ঝড় : ঝঞা, ঝটিকা, প্রভঞ্জন, ঝাপটা, ঘূর্ণিবায়।
ঠিক : নির্ভুল, খাটি, শুদ্ধ, বিশুদ্ধ, যথার্থ।
ঢেউ : তরঙ্গ, ঊর্মি, বীচি , লহরী, তুফান ।
ঢের : খুব, বেশি, প্রচুর, অনেক, অত্যন্ত ।
তট : কূল, তীর, কিনারা, পাড়, পুলিন।
দিন : দিবস, দিবা, অহন, অহ্ন, অহঃ ।
দেহ : শরীর , কায়া, তনু, কলেবর, অঙ্গ।
দাম : চাকর, গােলাম, ভৃত্য, আজ্ঞাবহ, পরিচারক।
দাস : গরিব, নিঃস্ব, দরিদ্র, বিত্তহীন, ধনহীন।
ধন : সম্পত্তি, সম্পদ, অর্থ, বৈভব, বিভূতি, বিত্ত ।
ধীর : মৃদু, মন্থর, অচঞ্চল, স্থির, আস্তে।
ধরণী : পৃথিবী, বিশ্ব, ভুবন, ধরিত্রী, বসুধা, ধরা।
নর : মানব, মানুষ, মনুষ্য, জন, গণ, লােক।
নারী : মহিলা, বনিতা, রমণী, ললনা, অবলা, কামিনী।
নদী : তটিনী, তরঙ্গিনী, স্রোতস্বিনী ,প্রবাহিনী, শৈবালিনী।
নিস্তার : অব্যাহতি, পরিত্রাণ, মুক্তি, রেহাই, রক্ষা।
পদ্ম : কমল, কুবলয়, পঙ্কজ, উৎপল, শতদল, অরবিন্দ, রাজীব, পুষ্কর।
পদ্মা : কমল, উৎপল, পঙ্কজ, অরবিন্দ, শতদল, কুবলয়।
বিহগ : বিহঙ্গ, পক্ষী, খেচর।
পাথার : সমুদ্র, সাগর, দরিয়া, জলধি, পরিধি।
পর্বত : গিরি, পাহাড়, ভূধর, অদ্রি, অচল, মহীধর।
পাথর : প্রস্তর, শীলা, পাষাণ, অশ্ম, উপল ।
পিতা : জনক, জন্মদাতা, বাবা, বাপ, আব্বা, পিতৃ।
পুত্র : তনয়, নন্দন, ছেলে, সুত, আত্মজ, দুলাল।
পৃথিবী : বিশ্ব, ভুবন, ধরণী, বসুন্ধরা, দুনিয়া, ধরা, অবনী
পুষ্প : কুসুম, ফুল, রঙ্গন, প্রসূন, কুঁড়ি।
পত্নী : ত্রী, দারা, জায়া, ভার্যা, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী ।
পথ : পন্থা, সরণি, সড়ক, রাস্তা, মার্গ।
বন : অরণ্য, কান্তার, জঙ্গল, বাদা, কানন, গহন।
বস্ত্র : বসন, কাপড়, বাস, পরিধেয়, অম্বর, পরিচ্ছদ।
বায়ু : অনিল, বাতাস, সমীর, সমীরণ, পবন, হাওয়া ।

 আরো পড়ুন: ১০০টি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ

Check Also

কারক কাকে বলে

কারক কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ সহ বর্ণনা কর।

Spread the loveকারক কাকে বলে? মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক, তাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *