সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরে বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । উক্ত প্রতিষ্ঠানে মোট ৪৬টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবে।
প্রতিষ্ঠানের নামঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর
পদের নাম:
১। গ্রন্থাগারিক/গ্রন্থাগারিক কাম কাস্টোডিয়ান- ০১টি
২। উচ্চমান সহকারী -০৩টি
৩। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর -০৩টি
৪। হিসাব সহকার/হিসাব সহকারী কাম ক্যাশিয়ার/ক্যাশিয়ার -০৩টি
৫। নকশা অংকনকারী – ০১টি
৬। সহকারী মডেলার -০১টি
৭। আলোকচিত্রকর -০১টি
৮। ইলেকট্রিশিয়ান -০১টি
৯। সংরক্ষণ ফোরম্যান -০১টি
১০। ড্রাইভার -০১টি
১১। রেফারেন্স সহকারী -০১টি
১২। আলোকচিত্র মুদ্রাকর – ০২টি
১৩। বুকিং সহকারী -০৪টি
১৪। ক্যাশ সরকার -০৩টি
১৫। ডেসপাস রাইডার -০১টি
১৬। ডুপ্লিকেটিং মেশিন অপারেটর -০১টি
১৭। লাইব্রেরী এ্যাটেনডেন্ট -০১টি
১৮। মিউজিয়াম এ্যাটেনডেন্ট -০৫টি
১৯। অফিস সহায়ক -০৫টি
২০। কুক/বাবুর্চি -০২টি
২১। সাইট এ্যাটেনডেন্ট -০৪টি
২২। পরিচ্ছন্নতাকর্মী -০১টি
বেতন ও গ্রেড বিজ্ঞপ্তি অনুযায়ী
বয়সঃ (০১ জুন ২০২২ ইং হিসেবে ১৮ থেকে ৩২ বছর।
আরও পড়ুন >> বাগধারা কাকে বলে? ২০০টি বাগধারা
বিস্তারিত জানতে Google News অনুসরণ করুন |
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তিতে পদের পাশে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে।
অভিজ্ঞতাঃ অভিজ্ঞ ব্যাক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের সংখ্যাঃ মোট ৪৬ টি
বেতনঃ বিজ্ঞপ্তির পদ অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তি অনুযায়ী
অন্যান্য অভিজ্ঞতাঃ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Online এ আবেদন শুরুর সময়ঃ ২৮ জুলাই ২০২২ ইং
Online এ আবেদন শেষের সময়ঃ ১২ আগষ্ট ২০২২ ইং
পরিক্ষার ফিঃ পরীক্ষা ফি (০১ হতে ১৪ নং) পদের জন্য সর্বমোট ১০০/- টাকা এবং অন্যান্য পদের জন্য ৫০/- টাকা প্রদান করতে হবে।
পেমেন্ট প্রদানের শেষ তারিখঃ আবেদনের ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট প্রদান করতে হবে।
প্রবেশ পত্র অনলাইন থেকে ডাউনলোড করে রঙ্গিন প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে।
আবেদনের মাধ্যমঃ সম্পুর্ণ Online এর মাধ্যমে
অফিশিয়াল http://doa.teletalk.com.bd
প্রতিষ্ঠানের আবেদনের ঠিকানাঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
নিয়োগ বিজ্ঞপ্তির সূত্রঃ দৈনিক ইত্তেফাক 26 জুলাই 2022 ইং তারিখে
টিকাঃ মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত, অনলাইনের আবেদন এবং ছবি সহ উপস্থিত হবে হবে।