শিশু বিকাশ কেন্দ্র জনবল নিয়োগ

Spread the love

শিশু বিকাশ কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন ৪র্থ, স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর (HPNSP) কর্মসূচীর অন্তর্ভুক্ত হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট (HSM)” শীর্ষক অপারেশনাল প্ল্যানের আওতায় “সেকেন্ডারী ও টারশিয়ারী লেভেল হাসপাতালসমূহে শিশু বিকাশ কেন্দ্র স্থাপন প্রকল্পের জন্য ০১ জুলাই ২০১৭-৩০ জুন ২০২২ ইং পর্যন্ত মেয়াদে সরাসরি নিয়ােগ পদ্ধতিতে নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সাকুল্য বেতনে সরাসরি নিয়ােগের নিমিত্তে সকল জেলার প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

১। সিনিয়র ইন্সট্রাক্টর (শিশু স্বাস্থ্য)- ১ (এক)
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস, শিশু স্বাস্থ্য বিষয়ে ডিসিএইচ/এমডি/ এফসিপিএস ও সংশ্লিষ্ট কাজে ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: সাকুল্য বেতন ৫৬,৫২৫/-

২।সিনিয়র ইন্সট্রাক্টর (ডেভেলপমেন্টাল থেরাপি) -১ (এক)
শিক্ষাগত যোগ্যতা: ফিজিও থেরাপি/অকুপেশনাল থেরাপি/স্পীচ থেরাপি বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রীসহ থেরাপি) স্নাতকোত্তর ডিগ্রী ও সংশ্লিষ্ট কাজে ০৭ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: সাকুল্য বেতন ৫৬,৫২৫/ –

৩।ট্রেনিং কো-অর্ডিনেটর -১ (এক)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর/সমমানের ডিগ্রী ও কম্পিউটার অফিস প্রোগ্রামসহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: সাকুল্য বেতন-৩৫,৬০০/-

৪। শিশু স্বাস্থ্য চিকিৎসক- ২১(একুশ)
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস; শিশু রােগে উচ্চতর ডিগ্রীধারী ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।
বেতন: সাকুল্য বেতন-৩২,৩০০/-

৫। শিশু মনােবিজ্ঞানী- ২০ (বিশ)
শিক্ষাগত যোগ্যতা: ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী ও সংশ্লিষ্ট কাজে
০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: সাকুল্য বেতন-৩২,৩০০/-

৬। ডেভেলপমেন্টাল- ২১ (একুশ)
শিক্ষাগত যোগ্যতা: ফিজিও থেরাপি/অকুপেশনাল থেরাপি/স্পীচ থেরাপিস্ট থেরাপি বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রীসহ স্নাতকোত্তর ডিগ্রী ও নিউরাে ডিজঅর্ডার, অটিস্টিক শিশুদের থেরাপি দেওয়ার ০৩ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: সাকুল্য বেতন-৩২,৩০০/-

শিশু বিকাশ

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবেঃ
১. ০১/১০/২০২০খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে।
২. সরকারী/আধা সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময়
প্রদর্শন করতে হবে।
৩. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
(ক) পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://hsm.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।


শিশু বিকাশ কেন্দ্রে আবেদনের সময়সীমা নিম্নরূপ:

(i) Online -এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১২/১০/২০২০খ্রিঃ সকাল-১০.০০টা।
| Online -এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১২/১১/২০২০ খ্রিঃ বিকাল-০৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online -এ আবেদনপত্র Submit- এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহত্তির) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

পরীক্ষার ফি:
পরীক্ষার ফি বাবদ ৫০০/- ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৬০/- টাকা মােট ৫৬০/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, তারিখ: ০৭ অক্টোবর ২০২০ ইং

Loading spinner

Check Also

উপসহকারী পরিচালক ৫০টি পদে চাকরি দুর্নীতি দমন কমিশনে

উপসহকারী পরিচালক ৫০টি পদে চাকরি দুর্নীতি দমন কমিশনে

Spread the loveউপসহকারী পরিচালক ৫০টি দুর্নীতি দমন কমিশনে – সহকারী পরিচালক ৫০টি পদে দুর্নীতি দমন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *