মৌসুমের শুরুতে নাটোরের লালপুর উপজেলা জুড়ে হালকাও মাঝারি ধরনের শিলাবৃষ্টির হয়েছে। এতে আম ও লিচুর গুঠিতে ক্ষতি হয়েছে।
শনিবার (০২ এপ্রিল) বিকেল ৪টার থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা জুড়ে বৃষ্টির সঙ্গে হালাকা ও মাঝাড়ি আকারে এই শিলাবৃষ্টি হয়। এতে আমও লিচুর গুটির ক্ষতি হয়েছে বলে জানান জানান উপজেলার আম ও লিচু চাষীরা তবে শিলার আকার ছোট হওয়ায় এবং মাঠে তেমন কোন ফসল না থাকায় তেমন কোন ক্ষতি হবেনা বলে জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ। শিলাবৃষ্টি শুরু থেকে রাত সাড়ে ৮ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধছিলো।
আরও পড়ুন>> সোনালী ব্যাংক এর আমানত স্কিমের নাম ও সুবিধা সমুহ
উপজেলার লিচু চাষী সাইফুল ইসলাম জানান ‘বিকাল ৪টার দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয় আর এই বৃষ্টির সঙ্গে মাঝারি ধরনের শিল পড়ে এতে আমার বাগানের লিচুর ক্ষতি হয়েছে।
আমচাষীরা জানান ‘বিকেলে হঠাৎ শিলা বৃষ্টিতে আমা বাগানের অনেক গুটি পড়ে গেছে এতে আমের ক্ষতি হয়েছে।’
লালপুর উপজেলা কৃষি অফিসার বলেন,‘ বিকেলের শিলাবৃষ্টিতে অন্যকোন ফসলের ক্ষতি হয়নি। আম-লিচুতে কিছুটা ক্ষতি হতে পারে। তবে শিলাবৃষ্টির সঙ্গে বৃষ্টি হওয়ায় আখ ও ভুট্টার উপকার হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
//zohabd.com/মো. আশিকুর রহমান টুটুল,