লালপুরে মাল্টা চাষ প্রদর্শণী ও মাঠ দিবস

Spread the love

লালপুরে মাল্টা চাষ

নাটোরের লালপুরে ২০১৯-২০ অর্থ বছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পে’র আওতায় স্থাপিত বারি মাল্টা বাগান প্রদর্র্শণী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ জুন) বিকেল ৪টার সময় উপজেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের আয়োজনে উপজেলার ওয়ালিয়া ইউপির৫নং ওয়ার্ডে স্থাপিত বারি মাল্টা-১ জাতের বাগান প্রদর্শণী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে ওয়ালিয়া ইউপি সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা অতিরিক্ত উপ-পরিচালক শস্য মোস্তফা কামাল, লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ মুহাম্মদ মামুর রশিদ, লালপুর উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল বারি, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তা সালাউদ্দিন প্রমুখ।

এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার শতাধিক কৃষকরা এই মাঠ দিবসে অংশগ্রহণ করেন।

মো. আশিকুর রহমান টুটুল

কবিতা “বৃষ্টির চিবুক”- জাহাঙ্গীর আলম সুমন

Check Also

নাটোরের লালপুর

প্রতারণার আরেক নাম নাটোরের লালপুর ইমো কিংবা বিকাশ

Spread the loveনাটোরের লালপুর আর রাজশাহীর বাঘা – প্রতারণার আরেক নাম নাটোরের লালপুর ইমো কিংবা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *